ঘরোয়া ক্রিকেটে রানবন্যা বইয়ে ‘এ’ দলে অমিত

ছবি: ডিপিএলে সেঞ্চুরির পর অমিত হাসান, ক্রিকফ্রেঞ্জি

সবগুলো ম্যাচেই বাংলাদেশ 'এ' দলের নেতৃত্বে দেখা যাবে নুরুল হাসান সোহানকে। এই দলে সবচেয়ে বড় চমক অমিত হাসান। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন এই ওপেনার। সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ ছন্দে ছিলেন এই ব্যাটার।
কেন শান্ত, কেন নেই মিরাজ, ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
৭ ঘন্টা আগে
অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ১৬ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৩ হাফ সেঞ্চুরিতে আসরের চতুর্থ সর্বোচ্চ ৬১৪ রান করেন তিনি। এর আগে জাতীয় লিগে ১২ ইনিংসে ২ সেঞ্চুরি ও ৫ হাফ সেঞ্চুরিতে ৭৮.৫০ গড়ে টুর্নামেন্টের সর্বোচ্চ ৭৮৫ রান করেন অমিত। এমন পারফরম্যান্সে তার 'এ' দলে সুযোগ পাওয়া যেন জাতীয় দলের দরজায় আরেক পা এগিয়ে যাওয়া।
অমিতের মতোই ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়েছেন ডানহাতি অফ স্পিনার এনামুল হক। জাতীয় লিগের সবশেষ আসরে ঢাকা বিভাগের হয়ে ১৪ ইনিংসে নেন আসরের সর্বোচ্চ ৩৬ উইকেট। তিনিও সুযোগ পেয়েছেন চারদিনের ম্যাচের দলে। মূলত সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের ক্যাম্পে যোগ দিতে দুই ওয়ানডে খেলেই চলে আসবেন পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন, তানভির ইসলাম ও শরিফুল ইসলাম।

তাদের জায়গাতেই সুযোগ পেয়েছেন অমিত হাসান, আফিফ হোসেন, নাসুম আহমেদ ও মুকিদুল ইসলাম মুগ্ধ। সোমবার শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার। আর সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে ১৪ মে। সিরিজের প্রথম চারদিনের ম্যাচটি শুরু হবে ১৪ মে থেকে। আর সিরিজের শেষ চারদিনের ম্যাচটি শুরু হবে ২১ মে থেকে। শেষ ম্যাচটি বাদে বাকি সব ম্যাচই সিলেটে অনুষ্ঠিত হবে। আর শেষ চারদিনের ম্যাচটি মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে।
বাংলাদেশের হয়ে বড় কিছু অর্জন করতে চাই, এটাই বড় লক্ষ্য: সোহান
৯ ঘন্টা আগে
তৃতীয় ওয়ানডের স্কোয়াড-
নাঈম শেখ, এনামুল হক, মাহিদুল ইসলাম, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান (অধিনায়ক), অমিত হাসান, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নাসুম আহমেদ, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরি, মুকিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা।
প্রথম চার দিনের ম্যাচের স্কোয়াড-
নাঈম শেখ, এনামুল হক, জাকির হাসান, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মাহিদুল ইসলাম, অমিত হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক), হাসান মুরাদ, নাঈম হাসান, নাসুম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, এনামুল হক, মুকিদুল ইসলাম।