promotional_ad

ঘরোয়া ক্রিকেটে রানবন্যা বইয়ে ‘এ’ দলে অমিত

ডিপিএলে সেঞ্চুরির পর অমিত হাসান, ক্রিকফ্রেঞ্জি
নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে বাংলাদেশ 'এ' দলের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে সোমবার থেকে। আগেই প্রথম দুই ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে সুযোগ পেয়েছেন জাতীয় দলের বাইরে থাকা এক ঝাঁক তারকা ক্রিকেটার। এবার তৃতীয় ও শেষ ওয়ানডের সঙ্গে প্রথম চার দিনের ম্যাচের দল ঘোষণা করেছে বিসিবি।

promotional_ad

সবগুলো ম্যাচেই বাংলাদেশ 'এ' দলের নেতৃত্বে দেখা যাবে নুরুল হাসান সোহানকে। এই দলে সবচেয়ে বড় চমক অমিত হাসান। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন এই ওপেনার। সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ ছন্দে ছিলেন এই ব্যাটার।


আরো পড়ুন

কেন শান্ত, কেন নেই মিরাজ, ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

৭ ঘন্টা আগে
নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ

অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ১৬ ম্যাচে ১ সেঞ্চুরি ও ৩ হাফ সেঞ্চুরিতে আসরের চতুর্থ সর্বোচ্চ ৬১৪ রান করেন তিনি। এর আগে জাতীয় লিগে ১২ ইনিংসে ২ সেঞ্চুরি ও ৫ হাফ সেঞ্চুরিতে ৭৮.৫০ গড়ে টুর্নামেন্টের সর্বোচ্চ ৭৮৫ রান করেন অমিত। এমন পারফরম্যান্সে তার 'এ' দলে সুযোগ পাওয়া যেন জাতীয় দলের দরজায় আরেক পা এগিয়ে যাওয়া।


অমিতের মতোই ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়েছেন ডানহাতি অফ স্পিনার এনামুল হক। জাতীয় লিগের সবশেষ আসরে ঢাকা বিভাগের হয়ে ১৪ ইনিংসে নেন আসরের সর্বোচ্চ ৩৬ উইকেট। তিনিও সুযোগ পেয়েছেন চারদিনের ম্যাচের দলে। মূলত সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের ক্যাম্পে যোগ দিতে দুই ওয়ানডে খেলেই চলে আসবেন পারভেজ হোসেন ইমন, শামীম হোসেন, তানভির ইসলাম ও শরিফুল ইসলাম।


promotional_ad

তাদের জায়গাতেই সুযোগ পেয়েছেন অমিত হাসান, আফিফ হোসেন, নাসুম আহমেদ ও মুকিদুল ইসলাম মুগ্ধ। সোমবার শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে বুধবার। আর সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে ১৪ মে। সিরিজের প্রথম চারদিনের ম্যাচটি শুরু হবে ১৪ মে থেকে। আর সিরিজের শেষ চারদিনের ম্যাচটি শুরু হবে ২১ মে থেকে। শেষ ম্যাচটি বাদে বাকি সব ম্যাচই সিলেটে অনুষ্ঠিত হবে। আর শেষ চারদিনের ম্যাচটি মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে।


আরো পড়ুন

বাংলাদেশের হয়ে বড় কিছু অর্জন করতে চাই, এটাই বড় লক্ষ্য: সোহান

৯ ঘন্টা আগে
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন নুরুল হাসান সোহান, ক্রিকফ্রেঞ্জি

তৃতীয় ওয়ানডের স্কোয়াড-


নাঈম শেখ, এনামুল হক, মাহিদুল ইসলাম, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান (অধিনায়ক), অমিত হাসান, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নাসুম আহমেদ, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরি, মুকিদুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা।


প্রথম চার দিনের ম্যাচের স্কোয়াড-


নাঈম শেখ, এনামুল হক, জাকির হাসান, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মাহিদুল ইসলাম, অমিত হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক), হাসান মুরাদ, নাঈম হাসান, নাসুম আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, এনামুল হক, মুকিদুল ইসলাম।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball