promotional_ad

অক্টোবরে বিসিবি নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা ফারুক আহমেদের

ফারুক আহমেদ, ক্রিকফ্রেঞ্জি
১৬ বছর পর পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশের ক্রীড়াঙ্গনেও এসেছে বড় পরিবর্তন। এর প্রভাব পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। নাজমুল হাসান পাপনের স্থলাভিষিক্ত হয়েছেন ফারুক আহমেদ। আগের বোর্ড পরিচালকদের মধ্যে অনেকেই দেশ ছেড়ে গেছেন। অনেকেই তিন বোর্ড সভায় অনুপস্থিত থাকার কারণে বাদ পড়েছেন।

promotional_ad

ফারুক আহমেদের সঙ্গে বোর্ডে যুক্ত করা হয়েছে নাজমুল আবেদীন ফাহিমকে। সব মিলিয়ে মোট ১০ জন নিয়ে চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদ। আগামী অক্টোবরে বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বর্তমান সভাপতি চাইলে নির্বাচন দিতে পারেন মেয়াদ শেষ হওয়ার দেড় মাস আগেই। তবে সেটি নির্ভর করছে তার চাওয়ার ওপরই।


আরো পড়ুন

নির্ধারিত সময়েই ভারত সিরিজের আশায় বিসিবি সভাপতি

১ ঘন্টা আগে
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন ফারুক আহমেদ, ক্রিকফ্রেঞ্জি

অনেক জল্পনা কল্পনা চলছে আগামী বিসিবি নির্বাচনে ফারুক আহমেদ অংশ নেবেন কিনা। সম্প্রতি বিসিবি সভাপতি হাজির হয়েছিলেন ঠিকানায় খালেদ মুহিউদ্দীন অনুষ্ঠানে সেখানে তিনি আগামী নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন।


promotional_ad

এক প্রশ্নের জবাবে ফারুক আহমেদ বলেছেন, 'অক্টোবরে আমি নির্বাচন করবো। যেহেতু কোনো একটি কোয়ার্টারে দুর্নীতি যারা করেছে ক্রিকেট বোর্ডে, এখনও চেষ্টা করছে আমাকে দমিয়ে রাখার। তাদের জন্য সবচেয়ে সহজ কাজ ফারুক ভাইয়ের জন্য দুই চারটি কলাম লিখলে দুইটা মিথ্যা কথা বলে বদনাম দিলে ওই ধরনের লোক রিজাইন করে চলে যাবে।'


আরো পড়ুন

পক্ষপাত না হয়ে সত্যিটা তুলে ধরার অনুরোধ ফারুকের

১ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

তাকে দমিয়ে রাখার জন্য ঐচ্ছিকভাবে ষড়যন্ত্র হচ্ছে দাবি করে ফারুক বলেন, 'তার আর কোনো এজেন্ডা নেই, দেশের ক্রিকেটের উন্নতি ছাড়া। এখানে ঐচ্ছিকভাবে খেলা হচ্ছে, এবার আমি চিন্তা করেছি নির্বাচন করতে। ছেড়ে দিলে তো সমস্যার সমাধান হলো না।'


এ বছরের শেষে বা আগামী জুনের মধ্যে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এর পরও দেশের ক্রিকেটে বড় পরিবর্তন আসতে পারে। বর্তমানে দেশ চালাচ্ছে অন্তর্বর্তীকালিন সরকার। যদি দ্রুত নির্বাচন হয় তাহলেও বিসিবি’র নির্বাচনে প্রভাব পড়বে বড় ধরনের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball