
দেশি কোচদের টোটকাতেই জিএসএলে সফল খালেদ
গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচেই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৩৬ রানে ৪ উইকেট নিয়েছিলেন সৈয়দ খালেদ আহমেদ। পরের ম্যাচে বিগ ব্যাশের চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্সের সঙ্গে ৪ উইকেট নেন ২৬ রানে। সব মিলিয়ে ৪ ম্যাচে খালেদ নিয়েছেন ১১ উইকেট। এমন পারফরম্যান্সের পর স্থানীয় কোচদের কৃতিত্ব দিয়েছেন ডানহাতি এই পেসার। খালেদ জানান, জিএসএলে খেলার সময় নাজমুল হোসেন ও তালহা জুবায়েরের মতো কোচদের কাছ থেকে টোটকা নিতেন।