
তারকাঠাসা দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে রংপুর রাইডার্স
১০ জুলাই থেকে গায়ানায় অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসর। একই সময়ে টেস্ট এবং ওয়ানডে শেষে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। জাতীয় দলের সিরিজ থাকায় দেশের তারকা ক্রিকেটারদের পাওয়া যাবে কিনা তা নিয়ে শঙ্কা ছিল। গত মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে খেলা শেখ মেহেদী, রিশাদ হোসেন, সৌম্য সরকাররা খেলতে যেতে পারবেন কিনা এমন প্রশ্ন ছিল সবার মাঝেই।