আইপিএলে সেঞ্চুরি করে স্টইনিস বললেন, 'বিশ্বকাপ খেলতে মুখিয়ে আছি'

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:22 বুধবার, 24 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৬৩ বলে অপরাজিত ১২৪ রানের ইনিংস খেলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে জিতিয়েছেন মার্কাস স্টইনিস। এমন ইনিংসের পর ম্যাচ সেরাও হয়েছেন তিনি। এই স্টইনিসেরই কিনা আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা রয়েছে!

কদিন আগেই অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন স্টইনিস। যদিও এ কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে প্রভাব পড়বে না বলেই বিশ্বাস এই অলরাউন্ডার। চেন্নাইয়ের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতিয়ে স্টইনিস আত্মবিশ্বাসী কণ্ঠে জানিয়েছেন বিশ্বকাপে খেলার আকাঙ্খার কথা।

এই অজি অলরাউন্ডার বলেন, 'কোচের সঙ্গে আমার সম্পর্ক খুব ভাল। চুক্তিতে নাম নেই তা বেশ কয়েকদিন আগেই জেনেছি। চুক্তি থাকবে চুক্তির জায়গায়। চুক্তিতে নাম না থাকলে কি দেশের হয়ে খেলা যাবে না? আমি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে মুখিয়ে আছি। চুক্তিতে নাম না থাকলেও বিশ্বকাপ খেলতে সমস্যা হবে না।'

স্টইনিস অস্ট্রেলিয়ার হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের ফেব্রুয়ারিতে। অস্ট্রেলিয়া দলে একাধিক পেস বোলিং অলরাউন্ডার থাকায় স্টইনিসের জায়গাটা বেশ নড়বড়ে হয়ে গেছে। অজি দলে রয়েছে একাধিক ফিনিশারের ছড়াছড়ি। এ কারণেই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল নিয়ে চলছে দারুণ প্রতিদ্বন্দ্বিতা।

স্টইনিস অবশ্য বিশ্বকাপ দল নিয়ে না ভেবে পারফর্ম করে যেতে চান। চেন্নাইয়ের বিপক্ষে লক্ষ্ণৌয়ের জয়ে স্টইনিসকে দারুণ সঙ্গ দিয়েছেন নিকোলাস পুরান। তাই তাকেও জয়ের কৃতিত্ব দিয়ে স্টইনিস জানিয়েছেন তিনি লক্ষ্ণৌকে একা ম্যাচ জেতাননি।

স্টইনিস বলেছেন, 'শুরুতে গিয়েই মারতে গেলে ম্যাচ বের হতো না। পুরান আমাকে সাহায্য করেছে অমন ব্যাটিং করে। যেসব বোলারদের বিপক্ষে রান হচ্ছিলো না সে বের করেছে। হুডাও ভালো খেলেছে। আমি একা জেতাইনি, এটা সম্মিলিত প্রয়াসের জয়।'

আইপিএলের এবারের আসরে প্রায় প্রতি ম্যাচেই রানবন্যা হচ্ছে। এর কারণ ব্যাখ্যা করে স্টইনিস বলেছেন, 'ইমপ্যাক্ট বদলির নিয়ম থাকার মানে দলে এক জন অতিরিক্ত ব্যাটসম্যান অথবা বোলার খেলাতে পারে। মোট ১২ জনে খেলা। এই নিয়মই এত রান উঠতে সাহায্য করছে। বিশ্বকাপে মনে হয় না এত রান উঠবে। ওয়েস্ট ইন্ডিজের পিচ মন্থর হয়। বল ব্যাটে বেশি আসে না। আইপিএলের পিচ অন্য রকম হয়।'