promotional_ad

প্যাভিলিয়ন এন্ডের নাম বদলে ‘স্টুয়ার্ট ব্রড এন্ড’ রাখল ট্রেন্ট ব্রিজ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সব ধরনের ক্রিকেট থেকে মাসখানেক আগেই অবসর নিয়েছেন স্টুয়ার্ট ব্রড। এবার তার নামটা ট্রেন্ট ব্রিজেই চিরস্থায়ী হতে যাচ্ছে। ট্রেন্ট ব্রিজের প্যাভিলিয়ন এন্ডের নাম বদলে দিয়ে ব্রডের নামে রাখা হচ্ছে। এমন ঘটনায় রোমাঞ্চিত ব্রড নিজেও।


ঘরের মাঠ ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডকে অসংখ্য ম্যাচ জিতিয়েছেন ব্রড। ২০১৫ সালের অ্যাশেজে ক্যারিয়ারের সেরা বোলিংটা এই মাঠেই করেন তিনি। সেদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫ রান খরচায় নেন আট উইকেট। ১৯৫৬ সালের পর যা ছিল অ্যাশেজের সেরা বোলিং।


promotional_ad

ঘরের এ মাঠেই ২০১১ সালে ভারতের বিপক্ষে হ্যাটট্রিক তুলে নিয়েছিলেন ব্রড। ট্রেন্ট ব্রিজে সেটিই একমাত্র টেস্ট হ্যাটট্রিক। আর তাই টেন্ট ব্রিজও নিজেদের 'সেরা সন্তান'কে কৃতিত্ব দিচ্ছেন দারুণভাবে।


এমন স্বীকৃতি পেয়ে ব্রড বলেন, 'নটিংহ্যাম্পশায়ার ও ইংল্যান্ডের জার্সি পরার স্বপ্ন নিয়ে শৈশবে যখন প্রথমবার ট্রেন্ট ব্রিজে যাই, স্বপ্নেও ভাবিনি ক্রিকেটে এত স্মরণীয় কিছু মুহূর্ত কাটানোর মতো ভাগ্যবান আমি হব।'


'ভেবেই অবিশ্বাস্য লাগছে, মাঠের যে অংশের প্রেমে আমি পড়েছিলাম, সেখানেই আমার নাম থাকবে। এমন একজন মানুষ যার জন্ম ও বেড়ে ওঠা নটিংহ্যামে, এটা সত্যিই আমি আর আমার পরিবারের জন্য গর্বের মুহূর্ত।'


ইংল্যান্ডের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ৩৪৪ ম্যাচ খেলেছেন গত অ্যাশেজে ক্রিকেট থেকে বিদায় নেয়া ব্???ড। টেস্টে ৬০৪, ওয়ানডেতে ১৭৮ আর টি-টোয়েন্টিতে ৬৫টি উইকেট নেন তিনি। সবমিলিয়ে তার উইকেট সংখ্যা ৮৪৭টি। সবমিলিয়ে টেস্ট ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ উইকেটশিকারি ব্রড।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball