Connect with us

বিপিএল

চট্টগ্রামের প্রধান কোচ তুষার ইমরান


প্রকাশ

:

ছবি : ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসরে সিলেট স্ট্রাইকার্সের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছিলেন তুষার ইমরান। এবারের মৌসুমে তুষার ইমরানকে দেখা যাবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ডাগ আউটে। দলটির প্রধান কোচ হিসেবে কাজ করবেন বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

প্রথম শ্রেণির ক্রিকেটে তুষার ইমরানকে বলা হয়ে থাকে রান মেশিন। জাতীয় দলের হয়ে খুব বেশি আলো ছড়াতে না পারলেও প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়মিতই রান করে গেছেন। ক্রিকেট ছাড়ার আগে হয়ে নিজের করে নিয়ে গেঝেন প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান এবং সবচেয়ে বেশি সেঞ্চুরি করার রেকর্ড।


কোচ হিসেবে এখনও খুব বেশি সুনাম অর্জন করতে পারেননি। সবশেষ বিপিএলে সিলেটের হয়ে ব্যাটিং কোচের কাজ করা এবারই প্রথম প্রধান কোচের দায়িত্ব পাচ্ছেন। তার অধীনে সেবার একেবারে খারাপ করেননি নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় কিংবা জাকির হাসানরা।


বিপিএলের আগে নিজেদের দল সাজিয়ে ফেলেছে চট্টগ্রাম। গত আসরের দল থেকে দেশি ক্রিকেটার হিসেবে রিটেইন করেছে শুভাগত হোম, জিয়াউর রহমান এবং স্পিনার নিহাদ উজ জামানকে। এ ছাড়া দেশি ক্রিকেটার হিসেবে তারা সরাসরি চুক্তি করে পেসার শহিদুল ইসলামের সঙ্গে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) হওয়া প্লেয়ার্স ড্রাফট থেকে দলে নিয়েছে তানজিদ হাসান তামিম, পেসার আল আমিন, ব্যাটার সৈকত আলী, ইমরানুজ্জামান, ব্যাটার শাহাদাত হোসেন দিপু, বাঁহাতি পেসার সালাউদ্দিন সাকিলকে। বিদেশি হিসেবে তাদের পছন্দ ছিল কার্টিস ক্যাম্ফার এবং বিলাল খান।

ড্রাফটের আগে বিদেশি হিসেবে তারা দলে ভিড়িয়েছে পাকিস্তানের মোহাম্মদ হারিস, আফগানিস্তানের নাজিবউল্লাহ জাদরান, স্টিফেন স্কিনাজি এবং পাকিস্তানের পেসার হাসনাইনকে। এদিকে কয়েক মৌসুম খেললেও এখন পর্যন্ত শিরোপা জিততে পারেনি চট্টগ্রাম।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স- শুভাগত হোম, জিয়াউর রহমান, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, মোহাম্মদ হারিস, নাজিবউল্লাহ জাদরান, স্টিফেন স্কিনাজি ও মোহাম্মদ হাসনাইন, তানজিদ হাসান তামিম, আল আমিন সিনিয়র, সৈকত আলী, ইমরানউজ্জামান, কার্টিস ক্যাম্ফার, বিলাল খান, শাহাদাত হোসেন দিপু, সালাউদ্দিন শাকিল।

সর্বশেষ

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

আউটের ধরণে বিরক্ত ফিলিপস

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

নিউজিল্যান্ডকে ২০০-২২০ রানের লক্ষ্য দিতে চায় বাংলাদেশ

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

চোখ হারাতে বসেছিলেন ভিলিয়ার্স, শঙ্কা নিয়ে খেলেছেন শেষ দুই মৌসুম

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

‘আনপ্রেডিক্টেবল’ বলেই পাকিস্তানকে ভয় হ্যাডিনের

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

চোটে পড়ার ম্যাচে বাজিতে হারলেন ম্যাক্সওয়েল

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

‘বাংলাদেশের বিপক্ষে বেশি চাপ নিয়ে ফেলেছিল আফগানিস্তান’

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

জিম্বাবুয়ের রোমাঞ্চকর ও নাটকীয় জয়ের নায়ক রাজা

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

আলোকস্বল্পতায় আগেভাগে খেলা শেষ হওয়ার আগে বাংলাদেশের লিড

৭ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

নাসুমের ৫ উইকেট ও রাজার তোপে ইষ্ট জোনের লিড

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

‘বড় ক্রিকেটার হতে হলে দেশের বাইরে ভালো খেলতে হবে’

আর্কাইভ