promotional_ad

স্মৃতির সেঞ্চুরিতে লঙ্কানদের উড়িয়ে ভারতের ত্রিদেশীয় সিরিজ জয়

সেঞ্চুরির পর স্মৃতি মান্ধানা, বিসিসিআই
গ্রুপ পর্বে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে দাপটের সঙ্গে হারিয়ে দিয়ে উড়ন্ত সূচনা পেয়েছিল ভারত। যদিও ফিরতি ম্যাচে ঠিকই ভারতকে হারিয়ে দিয়ে বদলা নেয় লঙ্কানরা। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আবারও শ্রীলঙ্কার মুখোমুখি হয় ভারত। এই ম্যাচে স্মৃতি মান্ধানা-হারমান প্রীত কৌরদের কাছে পাত্তাই পায়নি স্বাগতিকরা।

promotional_ad

স্মৃতির সেঞ্চুরিতে ভর করে ৩৪২ রানের বিশাল পুঁজি পায় ভারত। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ২৪৫ রানেই থেমে যায় লঙ্কানদের ইনিংস। ফলে ৯৭ রানের বড় জয় নিয়ে শিরোপা ঘরে তোলে ভারত। বড় লক্ষ্য তাড়া করতে নেমে কোনো রান যোগ করার আগেই শ্রীলঙ্কা হারায় ওপেনার হাসিনি পেরেরাকে।


আরো পড়ুন

উইজডেনের ‘লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ বুমরাহ-মান্ধানা

২২ এপ্রিল ২৫
ফাইল ছবি

এরপর দ্বিতীয় উইকেটে ৬৮ রান যোগ করেন ভিশমী গুনারত্নে ও অধিনায়ক চামারি আতাপাত্তু। গুনারত্নে আউট হয়েছেন ৩৬ রান করে। হাফ সেঞ্চুরি তুলে আতাপাত্তু ফিরেছেন ৫১ রান। ২ রানের আক্ষেপে পুড়েছেন নিলাকশি ডি সিলভা। তিনি আউট হন ৪৮ রান করে। শেষের দিকের ব্যাটারদের মধ্যে আর কেউই বড় ইনিংস খেলতে পারেননি।


promotional_ad

মাদাভি সামারাবিক্রমা ২৬, আনুষ্কা সাঞ্জবনী ২৮ ও সুগানদিকা কুমারি ২৭ রান করলেও তা দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। ভারতের বোলারদের মধ্যে একাই ৪টি উইকেট নেন স্নেহ রানা। ৩টি উইকেট নে আমানজৌৎ কৌর। একটি উইকেট গেছে নাল্লাপুরেডি চারানির ঝুলিতে।


আরো পড়ুন

টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন কোহলি

৩ ঘন্টা আগে
বিরাট কোহলি, ফাইল ফটো

এর আগে এই ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে ভারতকে দারুণ শুরু এনে দেন স্মৃতি ও প্রাতিকা রাওয়াল। তাদের উদ্বোধনী জুটিতে আসে ৭০ রান। প্রাতিকা ৩০ রান করে ফিরলে হারলিন দেওলকে নিয়ে আরেকটি জুটি গড়েন স্মৃতি। সেই জুটি থেকে আসে আরও ১২০ রান। আর তাতেই ভারত বড় সংগ্রহের ভিত পেয়ে যায়।


শুরুতে ধীরে খেললেও সময়ের সঙ্গে সঙ্গে রানের গতি বাড়ান স্মৃতি। প্রথম ১৪ বলে ৫ রান করা এই ব্যাটার ৫৫ বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। পরের পঞ্চাশ রান করতে তার লাগে কেবল ৩৭ বল। ইনিংসের ৩১তম ওভারে আতাপাত্তুকে টানা চারটি চার মারেন তিনি। তৃতীয় চারটি মেরেই ৯২ বলে সেঞ্চুরি তুলে নেন মান্ধানা।


তিনি আউট হয়েছেন দেওয়ামি ভিঙ্গার বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে সামারাবিক্রমাকে ক্যাচ দিয়ে। তার ইনিংস জুড়ে ছিল ২টি ছক্কা ও ১৫টি চারের মার। ভারতের হয়ে আর কেউ হাফ সেঞ্চুরিও করতে পারেননি। হারলিন ৪৭, হারমানপ্রিত ৪১ ও জেমিমাহ রদ্রিগেজ খেলেন ৪৪ রানের ইনিংস। আর তাতেই বড় সংগ্রহ পেয়ে যায় ভারত। শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নেন মালকি মাদারা, ভিহাঙ্গা ও সুগান্দিকা কুমারি বাকি একটি উইকেট নেন ইনোকা রানাভিরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball