বিগ ব্যাশ থেকে নাম সরিয়ে নিলেন পুরান-রিজওয়ান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিগ ব্যাশের এবারের আসরের ড্রাফট থেকে নাম সরিয়ে নিয়েছেন নিকোলাস পুরান ও মোহাম্মদ রিজওয়ান। দুজনেই অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টির ড্রাফটে প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন। এরই মধ্যে এই ক্যারিবীয় ব্যাটার আইএল টি-টোয়েন্টিতে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছে।
৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিগ ব্যাশের ফাইনাল হবে ২৪ জানুয়ারি। আবার আইএল টি-টোয়েন্টি শুরু হবে ১৭ জানুয়ারি থেকে। ফলে এমনিতেই পুরো বিগ ব্যাশে খেলতে পারতেন না তিনি। সেই সঙ্গে ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের।

ফলে বিগ ব্যাশের শুরুর দিকেও তাকে পাওয়া নিয়ে ছিল শঙ্কা। শেষ পর্যন্ত ঠাঁসা সূচির কারণের নিজের নাম সরিয়ে নিয়েছেন পুরান। প্রায় একই কারণে বিগ ব্যাশের ড্রাফট থেকে নাম সরিয়ে নিয়েছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার রিজওয়ানও।
জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজ বাদ দিয়ে ছয় সপ্তাহের লম্বা বিগ ব্যাশে খেলতে চাননি রিজওয়ান। ১২ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও রয়েছে পাকিস্তানের। রিজওয়ান তাই বিগ ব্যাশ থেকে নাম সরিয়ে নেয়াকেই যুক্তযুক্ত মনে করেছেন।
পুরান-রিজওয়ান নাম সরিয়ে নেয়ায় প্লাটিনাম ক্যাটাগরিতে বাকি রইল ২৩টি নাম। সেখানে পুরান-রিজওয়ানদের বিকল্প যোগ করার কোনো সুযোগ নেই। প্লাটিনাম ক্যাটাগরিতে শাদাব খানের সঙ্গে আছেন হারিস রউফও। আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বিগ ব্যাশের এবারের আসরের ড্রাফট।
সেখান থেকে অন্তত দুজন অথবা সর্বোচ্চ তিনজন করে ক্রিকেটার দলে ভেড়াতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। ড্রাফটের প্রথম দুই রাউন্ড হবে লটারির মাধ্যমে। এরপর স্ন্যাক পদ্ধতিতে ক্রিকেটার ডাকার সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এদিকে অস্ট্রেলিয়ার সাবেক পেসার পিটার সিডল মেলবোর্ন রেনেগেডসে ফিরেছেন ছয় মৌসুম অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলার পর।
তিনি ২৭ ম্যাচে স্ট্রাইকার্সকে নেতৃত্বও দিয়েছেন। ৩৯ বছর বয়সী সিডল এর আগে রেনেগেডসের হয়ে ৭টি ম্যাচ খেলেছেন ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত। নতুন সাইনিং হিসেবে রেনেগেডসে যোগ দিয়েছেন অভিজ্ঞ অজি স্পিনার নাথান লায়নও।