Connect with us

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

গিল তো শিখছে, পূজারা এটা কি করলো, প্রশ্ন শাস্ত্রীর


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্যাকফুটে রয়েছে ভারত। দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার চেয়ে ৩১৮ রানে পিছিয়ে আছে রোহিত শর্মার দল। তাদের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১৫১ রান। এরই মধ্যে ফিরে গেছেন রোহিত, শুভমান গিল, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা ও রবীন্দ্র জাদেজা।

সাবেক ভারতীয় কোচ রবি শাস্ত্রী সবচেয়ে বেশি ক্ষেপেছেন পূজারার আউট নিয়ে। যদিও স্কট বোল্যান্ডের বল লিভ করতে গিয়ে বোল্ড হয়েছেন গিল। এরপর ক্যামেরন গ্রিনের বলে একই কায়দায় আউট হয়েছেন পূজারা। তার এই আউট কিছুইতেই মানতে পারছেন না শাস্ত্রী।


গিল এখন শিখছেন। তবে পূজারার মতো একজন অভিজ্ঞ ব্যাটারের আউট হওয়ার ধরন ভালো লাগছে না তার। এ প্রসঙ্গে শাস্ত্রী বলেন, ‘আমরা ইংল্যান্ডে বল ছাড়ার কথা বলি এবং আমরা সবসময় আপনার অফ স্টাম্প কোথায় তা জানার কথা বলি। আপনার অফ স্টাম্প কোথায় তা জানা নেই।'


গিলের সঙ্গে তুলনা নিয়ে পূজারাকে নিয়ে শাস্ত্রী বলেন, 'দেখুন, শুভমান গিল তার ফুটওয়ার্ক নিয়ে একটু অলস। সে শিখবে; সে এখনও শেখার জায়গায় আছেন। সে এখনও তরুণ, কিন্তু পূজারা তার কাছ থেকে এটা দেখে খুবই হতাশাগ্রস্ত হয়েছি। এটা বলের দিকে এবং বলের লাইনের দিকে আরেকটু এগিয়ে যাওয়া উচিত ছিল।'

এর আগে গিল আউট হওয়ার পর তাকে পরামর্শ দিয়ে শাস্ত্রী বলেছিলেন, ‘এটি খুবই খারাপ ছিল কারণ সামনের পা সবেমাত্র এগিয়ে ছিল। তখন তার বলের দিকে যাওয়া উচিত ছিল। আসলে সে এটিকে খেলতে চেয়েছিল এবং তারপর সিদ্ধান্ত নিয়েছিলেন যে সে এটিকে ছেড়ে দেবে।'

'আপনি দেখতে পাচ্ছেন, সে যেভাবে এটিক ছেড়েছে তাতে তার অফ-স্টাম্প উন্মুক্ত হয়েগিয়েছিল। সামনের পা তখনও মিডল স্টাম্পে ছিল যখন এটি আসলে অফ স্টাম্পের দিকে যাওয়া উচিত ছিল। সামনের পাকে দেখুন। এটি বলের দিকে হওয়া উচিত ছিল। সে ভেবেছিল এটি অফ স্টাম্পের বাইরে ছিল। এটি তার সিদ্ধান্তের একটি বড় ভুল।’

 

সর্বশেষ

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

শান্ত-মিরাজের দিকে চোখ রাখতে বলছেন হার্শা

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

নেদারল্যান্ডসের বিপক্ষেও হারতে পারে পাকিস্তান: নাসের

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

শুধু বিশ্বকাপেই সীমাবদ্ধ থাকুক ওয়ানডে ক্রিকেট, চাওয়া এমসিসি সভাপতির

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ডি কক-রাবাদাদের ‘চোকার’ তকমা ঘুচানোর আরেকটি মিশন

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ভারতের মেরুদণ্ড গিল-কোহলি, হবে কী ২০১১ এর পুনরাবৃত্তি?

২ অক্টোবর, সোমবার, ২০২৩

প্রথম ম্যাচে খেলার জন্য ‘শতভাগ ফিট’ সাকিব

২ অক্টোবর, সোমবার, ২০২৩

অলরাউন্ডাররাই ভরসা অস্ট্রেলিয়ার, লক্ষ্য ষষ্ঠ শিরোপার

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ফিল্ডিংয়ে হতাশা দিয়ে প্রস্তুতি শেষ বাংলাদেশের

২ অক্টোবর, সোমবার, ২০২৩

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ মালয়েশিয়া

২ অক্টোবর, সোমবার, ২০২৩

বাবরকে সাহসী হতে বলছেন আফ্রিদি

আর্কাইভ

বিজ্ঞাপন