আইপিএল

আর্চারকে এক টাকাও দেয়া উচিত নয় মুম্বাইয়ের: গাভাস্কার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:07 শুক্রবার, 19 মে, 2023

|| ডেস্ক রিপোর্ট ||

চোট নিয়ে বেশ ভুগতে হচ্ছে জোফরা আর্চারকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চলাকালীন চিকিৎসার জন্য তিনি গিয়েছিলেন বেলজিয়াম। এরপর ফিরে ম্যাচ খেললেও পরবর্তীতে এই চোটই তাকে ছিটকে দিয়েছে আসরের বাকি অংশ। এমনকি এবার আবারও লম্বা সময়ের জন্য চোটের কারণে ছিটকে গিয়েছেন এই ইংলিশ পেসার।

এদিকে চোট ও নানা জটিলতায় আর্চার মাঝপথে আইপিএল ছাড়ায় চটেছেন সুনীল গাভাস্কার। ভারতের সাবেক এই অধিনায়কের মতে মুম্বই ইন্ডিয়ান্সের এক টাকাও দেওয়া উচিত নয় তাকে। আর্চার যত বড়ই নাম হোক না কেন, সেই ক্রিকেটারের পুরো প্রতিযোগিতা খেলা উচিত বলেও মন্তব্য করেছেন গাভাস্কার।

এ বছর মুম্বাইয়ের হয়ে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন আর্চার। ৯ মে মুম্বই ইন্ডিয়ান্সের দল ছেড়ে চলে গিয়েছেন তিনি। অথচ আর্চারকে ৮ কোটি টাকা দিয়ে কিনেছিল মুম্বাই। এই মৌসুমে অংশ নেয়া ম্যাচগুলোতেও আহামরি পারফর্ম করেননি আর্চার। পাঁচ ম্যাচে নিয়েছেন মাত্র ২ উইকেট।

গাভাস্কার বলেন, 'আর্চারকে দলে নিয়ে কী লাভ হল মুম্বাই ইন্ডিয়ান্সের? গত বছর ওর চোট জেনেও দলে নিল কারণ এই বছর থেকে পাওয়া যাবে। কিন্তু কখনও ১০০ শতাংশ সুস্থ মনে হয়নি আর্চারকে। সেটা বোঝা যায় আর্চার দলে আসার পরে। প্রতিযোগিতার মাঝে নিজেদের দেশের বোর্ডের কথা শুনে চিকিৎসা করাতে চলে যায় আর্চার।'

'অর্থাৎ পুরো সুস্থ না হয়েই আইপিএল খেলতে এসেছিল ও। মুম্বই দলের প্রতি দায়বদ্ধ থাকলে আর্চার কখনও চলে যেত না। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের থেকেও বেশি টাকা দেয় মুম্বই। তার পরেও দলের প্রতিযোগিতা শেষ হওয়ার আগেই চলে গেল আর্চার।'

আর্চারকে কোনো টাকা না দেয়ার প্রসঙ্গে গাভাস্কার বলেন, 'এমন ক্রিকেটারদের এক টাকাও উচিত নয়। যত বড়ই নাম হোক না কেন, সেই ক্রিকেটারের পুরো প্রতিযোগিতা খেলা উচিত। এক জন ক্রিকেটারের কাছে সুযোগ রয়েছে দেশ এবং আইপিএলের মধ্যে একটা বেছে নেওয়ার। কেউ দেশকে বেছে নিতেই পারে। কিন্তু যদি আইপিএল খেলার সিদ্ধান্ত নেয়, তা হলে কোনও অজুহাত দিয়ে পরে আসা বা আগে চলে যাওয়া উচিত নয়।'