ভারত সিরিজের তিনদিন পর শুরু সিপিএল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:15 মঙ্গলবার, 18 এপ্রিল, 2023
|| ডেস্ক রিপোর্ট ||

সূচি চূড়ান্ত না হলেও ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ শেষ হবে ১৩ আগস্ট। এদিকে ভারতের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শেষ হওয়ার তিনদিন বাদে পর্দা উঠবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল)।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৪ সেপ্টেম্বর গায়ানায়। কদিন আগে সিডব্লিউআই জানিয়েছে, অতি দ্রুতই জানানো হবে ভারত সিরিজের সূচি।

যদিও ক্রিকবাজ ধারণা করছে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ ১২ জুলাই থেকে শুরু হতে পারে পূর্ণাঙ্গ সিরিজটি। যেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্টের সঙ্গে তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত। টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে।

যা শেষ হবে ১৩ আগস্ট। সিরিজ শেষ হওয়ার তিনদিন পরই অবশ্য সিপিএল খেলতে নামবেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। সিপিএলের ১১তম আসর মাঠে গড়াবে কারাভান মডেলে। অর্থাৎ টুর্নামেন্টের একটি ভেন্যুতে কয়েকটি ম্যাচ খেলার পর অন্য ভেন্যুতে টুর্নামেন্ট স্থানান্তর করা হবে।

সেন্ট লুসিয়াতে শুরু হওয়া সিপিএলের পর্দা নামবে গায়ানায়। ১৬-২০ আগস্ট সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে হবে ৬ ম্যাচে। যেখানে চারটি ম্যাচ খেলবে স্বাগতিক সেন্ট লুসিয়া কিংস। এরপর ৬ ম্যাচের জন্য টুর্নামেন্ট স্থানান্তর করা হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে। ২৩ আগষ্ট শুরু হওয়া পর্বটি শেষ হবে ২৭ তারিখে।

যেখানে চারটি ম্যাচ খেলার সুযোগ পাবে স্বাগতিক সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। পরবর্তী লেগ হবে বার্বাডোসে। ২০১৯ সালের পর প্রথমবারের মতো বার্বাডোসে হবে সিপিএল। ৩০ আগস্ট থেকে শুরু হওয়া লেগটি শেষ হবে ৩ সেপ্টেম্বর। অন্যান্য স্বাগতিক দলের মতো বার্বাডোস রয়্যালসও ঘরের মাঠে চারটি ম্যাচ খেলবে।

একইভাবে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতেও হবে ছয় ম্যাচ। ৫-১০ সেপ্টেম্বর হবে ম্যাচগুলো। ত্রিনিবাগো নাইট রাইডার্স খেলবে চারটি ম্যাচ। ১৩-২৪ সেপ্টেম্বর গায়ানা পর্ব দিয়ে শেষ হবে সিপিএলের এবারের আসর। যেটি গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের ঘরের মাঠ।