Connect with us

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

অনেক না বলা কথার এক সেঞ্চুরি হাঁকালেন লিটন


প্রকাশ

:


আপডেট

:

ছবি : বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

লিটন দাসের সঙ্গে শত রানের জুটি গড়ে দ্বিতীয় সেশনের শেষে চা পানের বিরতিতে মুশফিকুর রহিম ড্রেসিংরুমে বিশ্রাম নিচ্ছেন। লিটনকে যেন ক্রিকেটারদের বিশ্রাম কক্ষ টানছেই না। তিনি উইকেটে থাকতে চান, ব্যাটিং করতে চান, রান করতে চান, শত শত সমালোচনার জবাব মুখ না খুলেই বলতে চান।

চা বিরতির পুরো সময় জুড়ে লিটন ড্রেসিংরুমে ফেরেননি, হয়ত ফিরতে চেয়েছেন নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়ে। তাই তো উইকেটে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে এসে আবারো বাংলাদেশের ড্রেসিংরুম লাগোয়া নেটে ব্যাটিং কোচের আর্মার বিপক্ষে ব্যাট করেছেন চা পানের বিরতি শেষ হওয়ার আগ পর্যন্ত।


 ৬২ রান নিয়ে বিরতি শেষ করে এসে যেন নান্দনিকতার পসরা সাজিয়ে বসেছিলেন। ততক্ষণে তার নামের পাশে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি। দীর্ঘ ২৫ ম্যাচের ৪২ ইনিংস পর তিন অঙ্ক ছোঁয়ার আনন্দ। তাও এমন ম্যাচে যে ম্যাচে শঙ্কা জেগেছিল আর একটা ব্যাটিং বিপর্যয়ের। লিটন শুধু নিজেই সেঞ্চুরি করেননি।


মুশফিককে নিয়ে গড়েছেন পঞ্চম উইকেট জুটিতে রেকর্ড রান। ১৮৬ রানে এখনো অবিচ্ছিন্ন তাদের অসাধারণ সেই জুটি। লিটন অপরাজিত রানে। টেস্ট ক্রিকেটে বিগত দুই বছরে উইকেটকিপার ব্যাটারদের মধ্যে লিটন আছেন সেরা ফর্মে। শেষ ১০ ইনিংসে ৫টি হাফ সেঞ্চুরি।

এতদিন সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ৯৫ রানের জিম্বাবুয়ের বিপক্ষে। আজ যখন সেই ৯৫ রান পাড় করে ৯৬ রানে পৌছালেন তারপর বাকি ৪ রান করলেন দেখে শুনে। এর আগে ৯৪ আর ৯৫ রানে ছয় মারতে গিয়েই আউট হয়েছিলেন। এবার আর তা হলে দিলেন না।

এক রান এক রান করে নিয়ে সেঞ্চুরি পূর্ণ করলেন ঠিক ১৯৯ বলে। শততম রানটা নিতে গিয়ে অবশ্য রান আউট হতে পারতেন কিন্তু শেষ মুহুর্তে সুরক্ষা রেখা পার হয়ে যাওয়ায় বেচে যান এ যাত্রায়। লিটনের নামের পাশে লেখা হয় কাঙ্খিত এক সেঞ্চুরি। ৭৭ রানে অপরাজিত আছেন মুশফিক। আর ৪ উইকেটে বাংলাদেশের রান ২৩৫। 

সর্বশেষ

২৫ সেপ্টেম্বর, সোমবার, ২০২৩

পাকিস্তানকে উড়িয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

২৪ সেপ্টেম্বর, রবিবার, ২০২৩

৯৯ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ ভারতের

২৪ সেপ্টেম্বর, রবিবার, ২০২৩

চট্টগ্রামের প্রধান কোচ তুষার ইমরান

২৪ সেপ্টেম্বর, রবিবার, ২০২৩

শেষ ম্যাচে বাংলাদেশের অধিনায়ক শান্ত, ফিরলেন মুশফিক-তাসকিনরা

২৪ সেপ্টেম্বর, রবিবার, ২০২৩

কুমিল্লার হয়ে খেলা ভাগ্যের ব্যাপার, পারফর্ম করা চ্যালেঞ্জিং: হৃদয়

২৪ সেপ্টেম্বর, রবিবার, ২০২৩

আমরা যাদের দলে চেয়েছি, তাদেরই পেয়েছি: তামিম

২৪ সেপ্টেম্বর, রবিবার, ২০২৩

হৃদয়কে দলে পেয়ে রোমাঞ্চিত নাফিসা

২৪ সেপ্টেম্বর, রবিবার, ২০২৩

ড্রাফট শেষে বিপিএলের ৭ দলের পূর্ণাঙ্গ স্কোয়াড

২৪ সেপ্টেম্বর, রবিবার, ২০২৩

ইংল্যান্ডকে এগিয়ে নিলেন জ্যাকস-হেইন

২৪ সেপ্টেম্বর, রবিবার, ২০২৩

শেষ ম্যাচে খেলবেন না লিটন, বিশ্রাম চেয়েছেন তামিমও

আর্কাইভ

বিজ্ঞাপন