বড় শটের প্রস্তুতি নিচ্ছেন সৌম্য

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ঘরের মাঠে গত কয়েকটি টি-টোয়েন্টি সিরিজে স্পিন বান্ধব উইকেটে খেলেছে বাংলাদেশ। কিন্তু আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে স্পোর্টিং উইকেটেও খেলতে পারে লাল সবুজের দল। আর তাই স্পোর্টিং উইকেটে ব্যাটিং অনুশীলন করে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার।


সময়টা ভালো যাচ্ছে না সৌম্যের। ব্যাট হাতে অস্ট্রেলিয়া সিরিজে পাঁচ ম্যাচে ২৮ রান করার পর নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র একটি ম্যাচে সুযোগ পেয়েছেন তিনি। সেখানেও ব্যর্থ। আসন্ন বিশ্বকাপে সফলতা পেতে তাই কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছেন সৌম্য।


promotional_ad

তিনি বলেন, 'টি-টোয়েন্টি ক্রিকেট স্পোর্টিং উইকেটে হয়। আশা করি সবাই ওখানে মানিয়ে নিতে পারব। আমরা জয়ের ধারায় আছি। একটা আত্মবিশ্বাস আছে। স্কিল নিয়ে কিছু কাজ করা তো হয়েছেই। ব্যালেন্স করা, উইকেটে মানিয়ে নেওয়া নিয়ে কাজ করেছি। আমরা গত যে দুই সিরিজে খেলেছি সেখানে উইকেট অনেক কঠিন ছিল।'


তিনি আরও বলেন, 'স্পোর্টিং উইকেটে খেলার জন্য আবার নিজেকে প্রস্তুত করতে হচ্ছে। গত প্র্যাকটিস সেশনগুলোতে উইকেট ভালো ছিল। বড় শট খেলতে গেলে ভারসাম্য জরুরি। ওটা নিয়েই বেশি কাজ করেছি।'


টি-টোয়েন্টি বিশ্বকাপে যোগ দিতে আগামী রোববার ঢাকা ছেড়ে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপের মূল লড়াইয়ে খেলতে হলে ওমানে প্রথম রাউন্ডে খেলতে হবে সৌম্যদের। এর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাহমুদউল্লাহর দল।


সৌম্য আরো বলেন, 'এতদিন অনুশীলন করছিলাম। আশা করি প্রস্তুতি ভালো হয়েছে। আমরা তাড়াতাড়ি যাচ্ছি। ওখানে প্রস্তুতি ম্যাচও আছে। ওখানে প্রস্তুত হওয়ার আরো সুযোগ পাব। যতটুকু হয়েছে ভালো। ভালো কিছুর আশা নিয়েই যাব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball