মিলিয়ন ডলারের ক্রিকেটার বাবর আজম!

ছবি- সংগৃহীত
promotional_ad

||ডেস্ক রিপোর্ট||


বিরাট কোহলি, স্টিভেন স্মিথ, জো রুট ও কেন উইলিয়ামসনকে নিয়ে ভাবা হয় বর্তমান বিশ্বের ‘বিগ ফোর’। যদিও তর্ক সাপেক্ষে বাবর আজমকে নিয়ে ভাবা হয় ‘বিগ ফাইভ’। তবে এবার সে আলোচনায় না গিয়ে পাকিস্তানের এই অধিনায়ককে মিলিয়ন ডলারের খেলোয়ার হিসেবে আখ্যা দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।


অভিষেকের পর থেকেই নিজের ব্যাটিং প্রতিভার জানান দিয়েছেন তিনি। নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হকের সঙ্গে আলাপকালে বাবরের প্রশংসা করেছেন অশ্বিন। ভারতীয় এই অফস্পিনার জানিয়েছেন, তিনি বাবরের ব্যাটিং উপভোগ করেন।


promotional_ad

ইনজামামকে প্রশ্ন করার সময় অশ্বিন বলেন, ‘বাবর আজম দেখতে মিলিয়ন ডলারের খেলোয়াড়ের মতো। সে অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করেছে। তাকে ব্যাট করতে দেখতে ভালো লাগে। তাঁর ব্যাটিং চোখের প্রশান্তি। বাবর আজম সম্পর্কে আপনার কী ধারণা?


অশ্বিনের এমন প্রশ্নের জবাবে ইনজামাম বলেন, ‘সে দুর্দান্ত একজন খেলোয়াড়। তাঁর যে ধরণের প্রতিভা রয়েছে, তার আরও ভালো পারফর্ম করা দরকার। সে কেবল মাত্র পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। একজন ব্যাটসম্যান সাত বা আট বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার পরে তার শীর্ষে পৌঁছে, সুতরাং বাবর এখনও তাঁর সেরা জায়গায়পৌঁছাতে পারেনি। সে আগামী বছরগুলোতে আরও ভাল করতে পারবে।’


তিন ফরম্যাটেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সেরা পাঁচে ব্যাটসম্যানদের তালিকায় আছেন তিনি। যেখানে ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্টে যথাক্রমে তৃতীয়, দ্বিতীয় ও পঞ্চম স্থানে আছেন।


জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২৯টি টেস্ট ৭৭টি ওয়ানডে ও ৪৪টি টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে যথাক্রমে ২০৪৫, ৩৫৮০ এবং ১৬৮১ রান করেছেন। এছাড়া ৪৭ হাফ সেঞ্চুরির পাশাপাশি করেছেন ১৭ সেঞ্চুরি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball