কম্বিনেশন নয় কোয়ালিটি গুরুত্বপূর্ণ

আকরাম খান, ছবি-ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

প্রতি সিরিজেই বাংলাদেশের ওপেনিং জুটিতে পরিবর্তন লক্ষ করা যায়। বাঁহাতি ওপেনার তামিম ইকবাল ছাড়া অন্য ওপেনাররা দলে সব সময়ই আসা যাওয়ার মধ্যে থাকে। এখন পর্যন্ত তামিমের সঙ্গী হিসেবে নির্ভরশীল কাউকে পায়নি বোর্ডের নির্বাচকরা।


তামিম বাঁহাতি তাই ডানহাতি একজন ওপেনার লাগবে এমন কোন তত্ত্বে বিশ্বাসী নয় আমাদের নির্বাচকরা। কম্বিনেশনের চেয়ে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করে যাওয়া এমন একজনকেই দলে রাখতে চায় তারা। 


কিন্তু জুনিয়রদের মধ্যে এখনও ওই রকম কাউকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। দলকে শক্তিশালী করতে হলে জুনিয়রদের ধারাবাহিক পারফর্মেন্স করতেই হবে বলেও মনে করেন তিনি।


এছাড়া সৌম্য, বিজয়, লিটন ও সাব্বিরের মতো ক্রিকেটাররা নিজেদের সেরা ফর্মে ফিরে আসলে দেশের জন্য অনেক ভালো হবে। তাদের নিয়ে স্বপ্ন দেখে বাংলাদেশ। আজ মিরপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানিয়েছেন দেশের সাবেক এই অধিনায়ক।


promotional_ad

'বাঁহাতি ডানহাতি কম্বিনেশন গুরুত্বপূর্ণ নয়, কোয়ালিটিটা গুরুত্বপূর্ণ। বাঁহাতি ওপেনার যদি যোগ্য হয় দলে জায়গা পাওয়ার জন্য, তাহলে কোন সমস্যা নেই। দেখতে হবে কে ধারাবাহিকভাবে ভালো করছে। আমি যেটা বললাম, আমাদের জুনিয়ররা পারফর্ম করছে কিন্তু ধারবাহিকভাবে না।


'ওরা যদি ধারাবাহিক পারফর্মেন্স দিতে পারে তাহলে দলটা শক্তিশালী হবে। দল এখন সিনিয়রদের উপর অনেকটাই নির্ভরশীল। সৌম্য গতকাল রানে এসেছে। অনেক দিন পর সে রানে ফিরেছে। আমাদের সৌম্য আছে, লিটন, বিজয় ও সাব্বির আছে। এরা যদি ফর্মে আসে তাহলে বাংলাদেশ ক্রিকেটের জন্য সবচেয়ে ভালো হবে।'


অনূর্ধ্ব-১৯ দলের সাকিব, তামিমদের মতো এখনকার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররাও নির্বাচকদের চোখে সমান। কিন্তু সাকিব, তামিমরা যেভাবে নিজেদের উন্নতি করেছে বর্তমান তরুনরা তা করছে না বলে দাবি করেন অপারেশন্স কমিটির সদস্য আকরাম খান।


পাশাপাশি এর জন্য নির্বাচকদেরও কৃতিত্ব দিয়েছেন তিনি। কারণ মাশরাফি মুশফিকদের খেলার অনেক সুযোগ করে দিয়েছে তারা। টানা দেশের হয়ে খেলে যাওয়া এই ক্রিকেটাররা ব্যক্তিগতভাবেও ভালো খেলতেন। যা এখনকার ছেলেদের মাঝে নেই বলেধারনা করেন দেশের সাবেক এই ক্রিকেটার।


'এখানে দুইটা জিনিস রয়েছে। একটা হলো কৃতিত্বটা আমি নির্বাচকদের দিব। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ একটা দেশের হয়ে টানা ক্রিকেট খেলে যাচ্ছে... এটা অনেক বড় ব্যাপার।


'ওদের ব্যক্তিগত পারফর্মেন্স কিন্তু অনেক ভাল ছিল। আমরা অনূর্ধ্ব-১৯ লেভেল থেকে তামিম-সাকিবদের যেভাবে দেখছি, এখনো কিন্তু আমরা অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের একই ভাবে দেখছি।


'কিন্তু সাকিবরা অনূর্ধ্ব-১৯ এর পর যেভাবে উন্নতি করেছে, ব্যক্তিগত ভাবে যেভাবে এগিয়ে গেছে সেভাবে কিন্তু আমাদের জুনিয়ররা এগোচ্ছে না। এই এটিটিউড যদি জনিয়রদের মধ্যে আসে তাহলে দ্রুতই ভালো ভালো প্লেয়ার পেয়ে যাবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball