পুজারার চোখ ওয়ানডে ও টি-টুয়েন্টিতে

ছবি:

ভারতীয় টেস্ট দলের টপ অর্ডার ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা বর্তমানে ইংল্যান্ডের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট “রয়্যাল ওয়ানডে কাপ” খেলার জন্য প্রস্তুতি নিচ্ছেন। যেখানে তিনি ইয়র্কশায়ারের হয়ে খেলবেন। ইংলিশ কাউন্টি খেলতে গিয়ে ওয়ানডে এবং টি টুয়েন্টির ব্যাটিং কৌশল নিয়ে কাজ করছেন পুজারা।
একদিনের ক্রিকেটে ভারতের হয়ে খেলতে নিজেকে গুছিয়ে নিচ্ছেন তিনি। ভারতীয় টেস্ট দলের অন্যতম ব্যাটিং ভিত্তি পুজারা এখন পর্যন্ত সাদা বলের ক্রিকেটে নিয়মিত হতে পারেন নি। এখন পর্যন্ত ৫৭টি টেস্ট খেলা পুজারা একদিনের ম্যাচ মাত্র পাঁচটি।
তাই ওয়ানডে খেলার জন্য মুখিয়ে আছেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এবারের আসরে কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে দলে ডাকেনি, যার কারনে আপাতত কাউন্টি খেলে বেড়াচ্ছেন। তবে আইপিএলের রঙ্গিন দুনিয়ায় খেলার ইচ্ছা লালন করেন এই ডানহাতি ব্যাটসম্যান।

“আইপিএল এবং ছোট ফরম্যাট বিশেষ করে একদিনের ক্রিকেট নিয়ে কাজ করেছি। আইপিএল ও ওয়ানডেতে ভারতীয় ক্রিকেট দলের হয়ে খেলতে চাই। টেস্ট ক্রিকেট আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু ওয়ানডে দলে থাকতে হলে আপনাকে অন্যরকম প্রতিভার অধিকারী হতে হবে।
আমি সীমিত ওভারের ক্রিকেটের সাথে মানিয়ে নিতে বিভিন্ন শট নিয়ে কাজ করছি যেটা অবশ্যই সাহায্য করবে। গত ফেব্রুয়ারিতে স্বরাষ্ট্রের হয়ে নয়টি ম্যাচ খেলেছি। আমার পারফরমেন্স ভালো ছিল। আমরা কঠিন উইকেটে খেলে আসছি, যেখানে গড় স্কোর ২২০ রানের মত। আমি সেখানেও রান করতে সক্ষম হয়েছি।”
তিনি মনে করেন টেস্ট আর ওয়ানডের মধ্যে তেমন পার্থক্য নেই। যে টেস্টে ভালো করবে একদিনের ম্যাচেও সে ভালো খেলার সামর্থ্য রাখে। ব্যাটিং কৌশল ও শট নির্বাচন নিয়ে কাজ করছেন এই ভারতীয় প্রিমিয়াম ব্যাটসম্যান। নিজের স্বাভাবিক খেলা খেললে যে কোনো ফরম্যাটেই ভালো খেলা যায় বলে মনে করেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি ছোট ফরম্যাটের ক্রিকেটে মানিয়ে নেয়ার ক্ষেত্রে আত্মবিশ্বাসী। আমার খেলায় খুব বেশি পরিবর্তন করার প্রয়োজন নেই। আমি মনে করি মূল খেলা একই এবং আপনি জানেন ওয়ানডে ফরম্যাটে পাঁচজন ফিল্ডার পুরো পঞ্চাশ ওভারই সার্কেলের ভিতরে থাকে।
যখন আপনি মাঠে নামবেন আপনার জন্য শট খেলা সহজতর হবে। যখন আপনি টেস্ট ক্রিকেটে ভালো হবেন আপনি অন্য ফরম্যাটেও মানিয়ে নিতে পারবেন। আমি মনে করি সাদা বলে খেলা লাল বলের চেয়েও সহজতর। কুকাবুরা বল খুব একটা সুইং করে না।”