promotional_ad

বরখাস্ত হওয়া দিলীপকে নিয়েই ইংল্যান্ডে যাচ্ছে ভারত

ভারতের অনুশীলন জার্সিতে টি দিলীপ, বিসিসিআই
গৌতম গম্ভীর দায়িত্ব নেয়ার পর ভারতীয় দলের কোচিং প্যানেলে একাধিক পরিবর্তন দেখা গেছে। কোচিং প্যানেল থেকে সরিয়ে দেয়া হয়েছে টি দিলীপসহ একাধিক কোচকে। এর মধ্যে ছিলেন ব্যাটিং কোচ অভিষেক নায়ার, ফিল্ডিং কোচ টি দিলীপ ও স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাই।

promotional_ad

এবার ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে আবার ফেরানো হচ্ছে ফিল্ডিং কোচ দিলীপকে। এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। দিলীপকে ভারতীয় দলে ফেরাতে বড় ভূমিকা রেখেছেন সদ্য সাবেক টেস্ট অধিনায়ক রোহিত শর্মা।


আরো পড়ুন

প্রস্তাব পেলে ভারতের টেস্ট অধিনায়ক হতে রাজি জাদেজা

৩ ঘন্টা আগে
প্রস্তাব পেলে ভারতের টেস্ট অধিনায়ক হতে রাজি রবীন্দ্র জাদেজা, ফাইল ফটো

২০২১ সালে দিলীপ রাহুল দ্রাবিড়ের কোচিং প্যানেলে যোগ দেন। ২০২৩ বিশ্বকাপের সময় তিনি দলের সেরা ফিল্ডারকে মেডেল দেয়ার প্রথা চালু করে ব্যাপক আলোড়ন তৈরি করেন। পাশাপাশি দলের ফিল্ডিংয়ের সময় সাইডলাইনের পাশে দাঁড়িয়ে থেকে ক্রিকেটারদের বিভিন্ন পরামর্শ দেখা যায়।


দিলীপের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি শেষ হয়েছে গত মাসে। এই চুক্তি ছিল খন্ডকালিন। যদিও তার লম্বা সময়ের চুক্তি শেষ হয়েছে ২০২৪ সালের শেষে। এরপর গম্ভীরের প্যানেলে তাকে কিছুদিন কাজ করতে দেখা গেছে। ভারত অবশ্য দিলীপের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর তার বিকল্প খুঁজে পায়নি।


promotional_ad



এ কারণে তাকেই আবার কোচিং প্যানেলে ফেরানো হচ্ছে। ভারতীয় গণমাধ্যমের দাবি রোহিত নিজে গম্ভীরকে অনুরোধ করেছিলেন দিলীপকে ফেরানোর জন্য। সাবেক অধিনায়কের প্রস্তাব আর ফেলতে পারেনি ভারতীয় বোর্ডও। তার সঙ্গে এক বছরের চুক্তি করতে চলেছে বিসিসিআই।


এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি দিলীপকে ফের নেয়ার সিদ্ধান্ত নিয়েছি, তিনি ইংল্যান্ড সফরে ভারতীয় দলের সঙ্গে যাবেন।’ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্র শুরু করবে ভারত। ২০ জুন হেডিংলিতে প্রথম টেস্ট দিয়ে এই লড়াই মাঠে গড়াবে। এরপর ২ জুলাই এজবাস্টন, ১০ জুলাই লর্ডস, ২৩ ওল্ড ট্রাফোর্ড ও ৩১ জুলাই দ্য ওভালে অনুষ্ঠিত হবে পঞ্চম ও শেষ টেস্ট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball