ফের নির্বাচিত শশাঙ্ক মনোহর

ছবি:

বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় দফায় আইসিসির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন শশাঙ্ক মনোহর। সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট মনোহর ২০১৬ সালে আইসিসির প্রথম স্বাধীন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। এবার নির্বাচিত হয়ে আরও দুই বছরের জন্য জায়গা ধরে রাখল শশাঙ্ক মনোহর।
গত দুই বছরে শশাঙ্ক মনোহরের দায়িত্ব বিশ্ব ক্রিকেটে বড় পরিবর্তন এসেছে। ২০১৪ সালে জন্ম নেয়া 'বিগ থ্রি' ফর্মুলার ইতি ঘটান তিনি। নতুন করে আইসিসি রাজস্ব রীতি গঠন করেছেন তিনি।
তার সময়ে আইসিসি প্রথমবারের মত স্বাধীন নারী পরিচালকের পদ সৃষ্টি করা হয়। সম্প্রতি সকল সহযোগী সদস্য দেশকে টি-টুয়েন্টি স্ট্যাটাস দিয়ে ক্রিকেট ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে বড় পদক্ষেপ গ্রহন করেছে মনোহরের আইসিসি।

দ্বিতীয় দফা নির্বাচিত চেয়ারম্যান মনোহর মিডিয়ায় তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বলেছেন,
'আমরা আগামী দুই বছরে সদস্য দেশ গুলোকে সাথে নিয়ে জুটি বেঁধে ক্রিকেটকে উপভোগ্য করে তোলার চেষ্টা করব। ক্রিকেট সার্বিকভাবে এখন ভাল অবস্থায় আছে। ক্রিকেটের অভিভাবক হিসেবে আমাদের এই অবস্থান ধরে রাখার জন্য কঠোর পরিশ্রম করে যেতে হবে।'
আইসিসির চেয়ারম্যান হিসেবে শশাঙ্ক মনোহরকে আগামী দুই বছরে দুটি বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজন করতে হবে। ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। পরের বছর অস্ট্রেলিয়ার মাঠে টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে।