দুঃখকে আনন্দে পরিণত করতে চাইঃ স্ট্যানিকজাই

ছবি:

আফগানিস্তান একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ হিসাবে পরিচিত। তবে দেশটি অনেক বছর ধরে ক্রিকেট খেলে যাচ্ছে দেশ ও দেশের মানুষের জন্য। এত বছর যাবৎ ওয়ানডে এবং টি টুয়েন্টি খেললেও গত বছর আয়ারল্যান্ডের সাথে ১২তম দল হিসাবে টেস্টে জায়গা করে নিয়েছে তারা।
আগামী জুন মাসের ১৪ তারিখ থেকে শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টেস্ট যুগে পা রাখবে আফগানিস্তান। আফগান দলের কাপ্তান আজগার স্ট্যানিকজাই ভারতীয়দের সাথে টেস্ট নিয়ে খুবই আশাবাদী এবং তিনি মনে করেন ঐতিহাসিক এই টেস্ট জেতার মাধ্যমে দেশের মানুষকে কিছুটা হলেও আনন্দিত করতে পারবেন। তিনি আবেগঘন হয়ে বলেন,
এটা খুবই কঠিন। আমরা খুবই দুঃখ পাই যখন আমাদের দেশের কথা ভাবি। কিন্তু আমরা আশা হারাই নি। আমরা ম্যাচটি জেতার মাধ্যমে দেশবাসীকে খুশী করতে চাই। এই টেস্ট জিততে পারলে আফগানবাসিদের মনের শক্তি বৃদ্ধি পাবে। আমরা তাদের দুঃখকে আনন্দে পরিণত করতে চাই।”
আফগানিস্তান দলে আছেন রাশিদ খান ও মুজিবুর রহমানের মত বিশ্ব মানের স্পিনার। ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এবারে আসরে দুইজনই দল পেয়েছেন। রাশিদ খেলছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে এবং মুজিব খেলছেন কিংস ইলেভেন পাঞ্জাবে। দুই জনই ভালো পারফর্ম করে যাচ্ছেন। আজগার স্বদেশী সতীর্থদের খেলা নিয়ে গর্ববোধ করেন। তবে আফগানিস্তান দলে মুজিব ও রাশিদ ছাড়াও আরও তরুণ প্রতিভা রয়েছে।

তিনি প্রশংসার সুরে বলেন, “রাশিদ এবং মুজিব ভালো করেছে যা নিয়ে আমরা খুব গর্বিত। কিন্তু আমাদের কোয়াইস আহমেদের মত আরও ভালো স্পিনার আছে যারা কিনা রাশিদ থেকে ভালো করতে পারে।”
বলা বাহুল্য, আফগানিস্তানের সাথে টেস্টে ভারত দলের বর্তমান কাপ্তান ভিরাট কোহলি না খেলার সম্ভাবনা রয়েছে। কোহলি ছাড়াও সম্পূর্ণ ভারতীয় দলকে অনেক উঁচু করেই দেখছেন তিনি। তার মতে, “ভারতের সব ক্রিকেটার ভিরাট কোহলির মতই বিশ্বমানের। আমি বিশ্বাস করি আমরা ভারত দলের সাথে খেলছি, কোহলির সাথে না।”
ভারতের উইকেটে আফগান বোলাররা ভালো করবে বলে ও আশাবাদী আফগান দলপতি। তিনি নিজেদের ভাগ্যবান মনে করেন। “ভারতের মাটি স্পিনারদের জন্য ভালো এবং আমরা অনেক ভাগ্যবান যে আমাদের অনেক ভালো স্পিনার আছে।”
শুধু আফগান বোলাররাই নয়, ব্যাটসম্যানদেরও ভালো সময় যাচ্ছে গত তিন চার বছর ধরে। বিশ্বকাপ বাছাইপর্ব সহ গত কয়েকটা সিরিজে খুবই ভালো করেছে তারা। আফগান দলপতি মনে করেন টেস্ট ম্যাচটি একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ হবে এবং দুই দলের খেলোয়াড় ও দর্শকরা খেলাটি উপভোগ করবে।
তাদের ব্যাটসম্যান এবং খেলার ফলাফল নিয়ে তিনি চিন্তিত নন বলে তার কথায় বুঝা যাচ্ছে। “আমাদের ব্যাটসম্যানরা ভালো ফর্মে আছে। গত তিন চার বছরে আমাদের দলের বোঝাপড়া ভালো। আমরা ভালো এবং ইতিবাচক ক্রিকেট খেলতে চেষ্টা করব। জেতা-হারা কোনো ব্যাপার না।”