ডাবলিনে উঁকি দিচ্ছে ইতিহাস

ছবি:

আয়ারল্যান্ডের ইতিহাসের প্রথম টেস্ট জমে উঠেছে। প্রথম ইনিংসে ফলো অনে পড়ার পরও দ্বিতীয় ইনিংসে কেভিন ও'ব্রায়ানের অবিশ্বাস্য সেঞ্চুরিতে চতুর্থ দিন শেষে ১৩৯ রানের লিড নিয়ে মাঠ ছেড়েছে আইরিশরা।
পাকিস্তানের বোলিং তোপে স্বাগতিকরা প্রথম ইনিংসে ১৩০ রানে অল আউট করার পর দ্বিতীয় ইনিংসে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। চতুর্থ দিন সাত উইকেট হারালেও ইতিহাস গড়া কেভিন ও'ব্রায়ানে ৩১৯ রান তুলেছে আইরিশরা।
চার্লস ব্যানারম্যান, ডেভিড হাউটন ও আমিনুল ইসলাম বুলবুলের পর দেশের প্রথম টেস্ট ম্যাচে সেঞ্চুরির মর্যাদা অর্জন করেছেন এই আইরিশ অলরাউন্ডার। উপরের সারির ব্যাটসম্যানদের ব্যর্থতার পর ছয় নম্বরে নেমে ১৮৯ বলের স্বভাব বিরুদ্ধ সেঞ্চুরি করেন তিনি।

ও'ব্রায়ানকে সঙ্গ দিয়েছেন লোয়ার অর্ডার ব্যাটসম্যান স্টুয়ার্ট থম্পসন। ১১৬ বল খেলে গুরুত্বপূর্ণ ৫৩ রান যোগ করেন তিনি। দিন শেষে ১১৮ রানে অপরাজিত আছেন ও'ব্রায়ান। ৮ রানে সেঞ্চুরিয়ান ও'ব্রায়ানকে সঙ্গ দিচ্ছে থাইরন কেইন।
পঞ্চম দিনের প্রথম সকালে এই জুটি দ্রুত রান তুলে লিড বড় করতে চাইবে। ১৩৯ রানের লিডকে কমপক্ষে দুইশর কাছাকাছি নিয়ে যেতে চাইবে আইরিশরা। ফলো অন থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে অবিশ্বাস্য পারফর্মেন্সে ঘুরে দাঁড়ানো আইরিশরা বড় স্বপ্ন দেখছে।
অন্যদিকে পাক ক্যাম্পে দিনের সেরা বোলার ছিলেন মোহাম্মদ আমির। তিন উইকেট শিকার করেছেন তিনি। নেইল ও'ব্রায়ানকে বোল্ড করে ক্যারিয়ারের ১০০তম টেস্ট উইকেট পূর্ণ করেছেন এই পাক ফাস্ট বোলার।
দুই উইকেট নিয়ে আমিরকে সঙ্গ দিয়েছেন মোহাম্মদ আব্বাস। পঞ্চম দিনের শুরুতে আইরিশ ব্যাটসম্যানদের অল্পতেই সাজঘরে ফেরাতে চাইবে পাক বোলাররা। এর আগে ঐতিহাসিক এই টেস্টে আগে ব্যাট করে আসাদ শাফিক, ফাহিম আশরাফ ও শাবাদ খানদের ফিফটিতে ৯ উইকেটে ৩১০ রান করে ইনিংস ঘোষণা করে পাকিস্তান।
আইরিশদের মধ্যে পেসার টিম মুরতাগ ৪ উইকেট শিকার করেছেন। দারুন বোলিং করেছেন স্টুয়ার্ট থম্পসন। ৩ উইকেট শিকার করেছেন এই আইরিশম্যান।