লিচের ইনজুরিতে কপাল খুলছে মইন আলির

ছবি:

বাম হাতের ইনজুরিতে পড়েছেন ইংল্যান্ড টেস্ট দলে সদ্য জায়গা পাওয়া বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার জ্যাক লিচ। কাউন্টিতে হ্যাম্পশায়ারের বিপক্ষে ম্যাচের আগে ওয়ার্ম আপ করার সময় এই দুর্ঘটনার সম্মুখীন হয় সামারসেটের এই বোলিং অলরাউন্ডার।
হাতের ইনজুরির কারনে আগামী সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে পারবেন না জ্যাক লিচ। ইংল্যান্ডের নতুন নির্বাচক এডি স্মিথ লিচকে রেখেই দল ঘোষণা করেছিল। লিচের ইনজুরি নির্বাচকদের নতুন করে ভাবতে বাধ্য করবে।
সামারসেটের টুইটারে জ্যাক লিচের ইনজুরি আপডেটে বলা হয়, 'জ্যাক লিচ বাম হাতের বৃদ্ধা আঙ্গুলে আঘাত পেয়েছে। মাঠে ফিরতে কত সময় লাগতে পারে সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না।'

এ বছরের মার্চ মাসে নিউজিল্যান্ডের ঘরের মাঠে টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে অভিষেক হয় জ্যাক লিচের। অফ ফর্মে থাকা মইন আলির বদলী হিসেবে অভিষেক হয় তার।
তবে লিচের ইনজুরি পাকিস্তান সিরিজে মইন আলির জায়গা প্রায় নিশ্চিত বলা চলে। উল্লেখ্য যে, আইপিএলের এবারের আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলছেন মইন আলি।
মাত্র দুটি ম্যাচে মাঠে নেমেছেন ইংল্যান্ডের এই অলরাউন্ডার, তবে তাকে তেমন জ্বলে উঠতে দেখা যায়নি। ব্যাট হাতে করেছেন ১ ও ১০ রান এবং বল হাতে পেয়েছেন মাত্র একটি উইকেট।