কাউন্টিতে একই দলে এলগার-মরকেল

ছবি:

দক্ষিণ আফ্রিকান টেস্ট ওপেনার ডিন এলগার আসন্ন কাউন্টি মৌসুমে সারের হয়ে খেলবেন। একই দলে দুই বছরের জন্য কলপাক চুক্তি করেছেন সদ্য বিদায় নেয়া প্রোটিয়া ফাস্ট বোলার মরনে মরকেল।
দক্ষিণ আফ্রিকার জন্য ভালো খবর হচ্ছে, মরকেলের মত কলপাক চুক্তি করছেন না প্রোটিয়া টেস্ট দলের অন্যতম সদস্য ডিন এলগার। কাউন্টি দল সারের হয়ে ছয় সপ্তাহ খেলবেন তিনি।
মূলত ইনজুরি আক্রান্ত মিচেল মার্শের বদলী হিসেবে কাউন্টি খেলবেন তিনি। ঘরের মাঠে লম্বা মৌসুম শেষ করে আসা এলগার সম্প্রতি দারুন ফর্মে আছে। ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় রানের দেখা পেয়েছেন তিনি।

গত ইংল্যান্ড গ্রীষ্মেও দক্ষিণ আফ্রিকার জার্সিতে দারুন ফর্মে ছিলেন এই বাঁহাতি ওপেনার। ফলে ফর্মে থাকা এলগারকেই পাচ্ছে কাউন্টি দল সারে। জুলাই/আগস্টের দিকে প্রোটিয়াদের শ্রীলঙ্কা সফরের পূর্ব পর্যন্ত এলগারের সার্ভিস পাবে সারে।
সারের সাথে এলগারের সম্পর্ক আগেই থেকেই বেশ ভালো। ২০১৫ সালে একই দলের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলেছিলেন।
চলতি মৌসুমে এলগার ছাড়াও বেশ কয়েকজন দক্ষিণ আফ্রিকান টেস্ট ক্রিকেটারকে কাউন্টি খেলতে দেখা যাবে। ডেল স্টেইন, মরনে মরকেল, ডুয়াইন ওলিভিয়ারকে দেখা যাবে চলমান কাউন্টি মৌসুমে।