মুশফিকের মাটি কামড়ানো সেঞ্চুরি

ছবি:

সেন্ট্রাল জোনের বিপক্ষে স্রোতের বিপরিতে দাঁড়িয়ে সেঞ্চুরি হাঁকালেন জাতীয় দলের তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। সেন্ট্রাল জোনের প্রথম ইনিংস স্কোর ৫২৯ রানের জবাবে ব্যাট করতে নামা নর্থ জোনের টপ অর্ডার ব্যর্থতার পর দেয়াল রূপে আবির্ভূত হন মুশফিক।
বগুড়ায় চতুর্থ রাউন্ডের তৃতীয় দিনের খেলায় সেন্ট্রালের মোশাররফ, আবু হায়দার ও এবাদতের বোলিংয়ে নর্থ জোনের উপরের সারির ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে পারেনি। মিরাজুর ও শান্ত উইকেটে জমে আউট হলেও মুশফিক দাঁড়িয়ে যান।
প্রথমে আরিফুল হক ও পরে তাইজুলের সাথে জুটি গড়ে সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক। ১৯৯ বল খেলে ১০১ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলের স্কোর দিন শেষে ২৮৬/৭ রানে নিয়ে যান।
মুশফিকের সাথে ২১ রানে অপরাজিত আছেন তাইজুল ইসলাম। সেন্ট্রালের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন ফাস্ট বোলার এবাদত হোসেন। দুটি উইকেট নিয়েছে স্পিনার মোশাররফ।
এর আগে সাদমান ও মার্শাল আইয়ুবের সেঞ্চুরি প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে মাহমুদুল্লাহর সেন্ট্রাল জোন। আগে ব্যাট করা সেন্ট্রালের হয়ে রান পেয়েছেন ওপেনার সাইফ হাসান ও লোয়ার অর্ডার ব্যাটসম্যান মোশাররফ হোসেন।

নর্থ জোনের হয়ে প্রথম ইনিংসে সর্বোচ্চ চার উইকেট নিয়েছেন আরিফুল হক। সানজামুল ও শরিফুল দুইটি করে উইকেটের দেখা পেয়েছেন।
সেন্ট্রাল জোনঃ
প্রথম ইনিংস - ৫২৯ অল আউট
মার্শাল ১৩২, সাদমান ১০৭
আরিফুল ৪/ ৭৯
নর্থ জোনঃ
প্রথম ইনিংস - ২৮৬/৭
মুশফিক ১০১*, তাইজুল ২১*
এবাদত ৩/৫৮