অনিশ্চয়তায় ধোনির চেন্নাই

ছবি:

চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়াম থেকে আইপিএল সরানো হচ্ছে। তামিল নাড়ু ও কর্ণাটকা রাজ্যের মধ্যে কাভেরী নদীর পানি বণ্টন ইস্যুর সমাধান না হাওয়া পর্যন্ত চেন্নাইয়ের মাঠে আইপিএল খেলা হোক, এমনটা চাইছে না তামিল প্রতিবাদকারীরা।
প্রতিবাদকারীদের বিশ্বাস, শহরে আইপিএলের ম্যাচ আয়োজিত হবে পানি বণ্টন ইস্যু ধামাচাপা পড়বে। ইতিমধ্যে দুই রাজ্যের পানি বণ্টন ইস্যুতে রাজ্যের মন্ত্রি থেকে শুরু করে জনপ্রিয় অভিনেতা রজনীকান্তও আইপিএল বয়কট করার আহবান জানিয়েছেন।
মঙ্গলবার অবশ্য চেন্নাইয়ের মাঠেই কলকাতার বিপক্ষে আইপিএলের ম্যাচ খেলেছে চেন্নাই। তবে মাঠে ও মাঠের বাইরে প্রতিবাদকারীদের উপস্থিতি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেছিল।

দক্ষিণ আফ্রিকার দলের অধিনায়কের দিকে জুতো নিক্ষেপ করতে দেখা গেছে দর্শকদের। গত ম্যাচের ঘটনায় দশজনকে গ্রেফতার করেছেন পুলিশ। ব্যাপক আন্দোলনের মুখে চেন্নাই থেকে আইপিএলের ম্যাচ সরাতে বাধ্য হচ্ছে আইপিএল কর্তারা।
এমন খবর জানা গেছে ভারতীয় গনমাধ্যমে। চেন্নাইয়ের ঘরের মাঠের আরও ছয়টি খেলা হওয়ার কথা। পরিস্থিতি খারাপ হওয়ার কারনে ছয়টি ম্যাচ ভিন্ন ভেন্যুতে আয়োজন করা হবে।
আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও এনডিটিভির সূত্র মতে, বিসিসিআই ও আইপিএল কমিটি চেন্নাইয়ের বাকী ছয়টি ম্যাচ নতুন কোন ভেন্যুতে আয়োজন করতে যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিকল্প ভেন্যুর নাম এখনো জানানো হবে।