রান উৎসবের ভিত পেয়েছে রিয়াদরা

ছবি:

বগুড়ায় সেন্ট্রাল জোনের টপ অর্ডার ব্যাটসম্যানরা দারুন সময় কাটিয়েছে। মুশফিকের নর্থ জোনের বিপক্ষে আগে ব্যাট করে দুই ওপেনার সাদমান ইসলাম ও সাইফ হাসানের দৃঢ়তায় বড় পুঁজির আভাস দিচ্ছে সেন্ট্রাল জোন।
প্রথম উইকেট জুটিতে ম্যারাথন ব্যাটিং করে দুইশ রানের জুটি গড়েন এই দুই তরুন ওপেনার। সাদমান সেঞ্চুরি তুলে আউট হলেও নব্বই এর ঘরে খেই হারিয়েছেন আরেক ওপেনার সাইফ হাসান।
ধৈর্যশীল ব্যাটিং করে ৯৪ রানে সাজঘরে ফিরতে হয়েছে তাকে। দুই ওপেনারের দেখান পথে হাঁটতে পারেননি তিন নম্বর ব্যাটসম্যান রাকিবুল হাসান। শুন্য রানে সাজঘরে ফিরেছেন তিনি।

তবে দিন শেষে দুই অভিজ্ঞ মার্শাল আইয়ুব ও মাহমুদুল্লাহ রিয়াদ সেন্ট্রাল জোনকে তিন উইকেটে ২৪৯ রানে পৌঁছে দিয়েছেন। রিয়াদ ২১ ও মার্শাল ২০ রানে অপরাজিত আছেন।
অন্যদিকে নর্থ জোনের বোলাররা উইকেট আদায় করে নিতে বেশ বেগ পেতে হয়েছে। বিশেষ করে সাইফ ও সাদমানের ধৈর্যশীল ব্যাটিংয়ের বিপক্ষে নর্থ জোনের বোলারদের কঠিন পরীক্ষা দিতে হয়েছে।
দিনের সেরা বোলার ছিলেন শরিফুল ইসলাম। উইকেটে জমে যাওয়া দুই ওপেনারকে আউট করেছেন তিনি। স্পিনার সানজামুল ইসলামও সাফল্যের দেখা পেয়েছেন । রাকিবুলের উইকেট নিয়েছেন তিনি।