ভারতে হচ্ছে না এশিয়া কাপ

ছবি:

টানা তিন মৌসুমে এশিয়া কাপের আসর আয়োজন করেছে বাংলাদেশ দল। সূচি অনুযায়ী ২০১৮ সালের এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারতের মাটিতে।
কিন্তু পাকিস্তান-ভারতের মধ্যকার রাজনৈতিক জটিলতার কারনে ভারত থেকে এশিয়া কাপ সরাতে হচ্ছে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ভারতের বদলে সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে।
সূচি চূড়ান্ত না হলেও চলতি বছরের সেপ্টেম্বরে এশিয়ার বিশ্বকাপ খ্যাত টুর্নামেন্টটি আয়োজিত হবে। এবারের এশিয়া কাপে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান সরাসরি অংশগ্রহন করবে।

এছাড়া ছয় দলের বাছাই পর্ব থেকে চ্যাম্পিয়ন দল মূল আসরে যোগ দিবে। আরব আমিরাত, হংকং, নেপাল, ওমান ও পাপুয়া নিউগিনি বাছাই পর্বে অংশ নিবে।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজাম শেটি ক্রিকইনফো বলেছেন, 'এসিসি অনেক চিন্তা ভাবনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে। এটাই আসলে সামনে যাওয়ার সঠিক রাস্তা।'
এশিয়া কাপের ১৪তম আসরটি সফলভাবে আয়োজন করার সর্বোচ্চ চেষ্টা করবে এসিসি। এশিয়া কাপের প্রথম ১২ আসর ওয়ানডে ফরম্যাটে আয়োজিত হয়েছিল।
২০১৬ সালের এশিয়া কাপের আসর অনুষ্ঠিত হয়েছিল টি-টুয়েন্টি ফরম্যাটে। ২০১৮ সালের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ওয়ানডে ফরম্যাটে। সব ঠিক থাকলে আসন্ন সেপ্টেম্বরে এশিয়ার এই জমজমাট টুর্নামেন্ট আয়োজিত হবে।