বড় ধাক্কা খেল পাকিস্তান

ছবি:

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে ফ্রন্ট লাইন লেগ স্পিনার ইয়াসির শাহকে পাচ্ছে না পাকিস্তান। গুরুতর ইনজুরির কারনে দশ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ৩১ বছর বয়সী ইয়াসির শাহকে।
পাক টেস্ট দলের নিয়মিত সদস্য ইয়াসির শাহকে ছয় সপ্তাহ পুনর্বাসনের মধ্য দিয়ে যেতে হবে। ইতিমধ্যে ইয়াসির ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস টেস্টের জন্য যোগ দিয়েছেন। ইনজুরি তালিকায় আরও আছেন ইমাদ ওয়াসিম ও সোহেল খান।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের আগে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৭ ক্রিকেটারকে ফিটনেস টেস্টের মধ্য দিয়ে যেতে হবে। এদিকে লেগ স্পিনার ইয়াসিরের বদলী হিসেবে তরুন লেগি শাদাব খান ও লেফট আর্ম স্পিনার কাশিফ ভাট্টির নাম শোনা যাচ্ছে।
২০১৪ সালে টেস্ট অভিষেক হওয়া ইয়াসির শাহ শুরু থেকেই পাক বোলিং আক্রমনের অন্যতম ভরসার নাম। মাত্র ২৮ টেস্ট খেলা এই লেগ স্পিনার ১৬৫ টেস্ট উইকেটের মালিক।
দুই বছর আগে মিসবাহ উল হকের পাকিস্তান দল ইংল্যান্ড সফরে ২-২ ব্যবধানে সিরিজ ড্র করে ফিরতে সক্ষম হয়েছিল ইয়াসিরের বোলিংয়েই। কিন্তু এবার সরফরাজ খানের পাকিস্তান দল ইয়াসির শাহকে পাচ্ছে না।