আইপিএল থেকেই ছিটকে গেলেন যাদব

ছবি:

চেন্নাই সুপার কিংসের আইপিএলে ফেরার ম্যাচের নায়ক কেদার যাদব হ্যামস্ট্রিং ইনজুরির কারনে পুরো আসর থেকে ছিটকে গেছেন। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে আইপিএলের উদ্বোধনী ম্যাচে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিং এ চোট পান তিনি।
পরে মাঠ ছাড়তে বাধ্য হলেও শেষ ওভারে শেষ ব্যাটসম্যান হিসেবে ব্যাট করতে নেমে মুস্তাফিজের ওভারে ছয় ও চার হাঁকিয়ে চেন্নাই এর জয় ছিনিয়ে নেন এক পায়ের ব্যাটসম্যান কেদার যাদব।
ইনজুরি নিয়ে দলকে জেতানেও পুরো আসরে মিডেল অর্ডারে যাদবকে পাচ্ছে না চেন্নাই সুপার কিংস। যাদবকে পুরো আসরের জন্য না পাওয়া দলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন কোচ মাইক হাসি।

সাবেক এই অজি লিজেন্ড বলেছেন,
'কেদারের না থাকা দলের জন্য বড় ক্ষতি। সে আমাদের মিডেল অর্ডারের অন্যতম সেরা ব্যাটসম্যান।'
কেদার যাদবের বদলী হিসেবে ইংল্যান্ডের বোলিং অলরাউন্ডার ডেভিড উইলির নাম শোনা যাচ্ছে। তবে উইলিকে পাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সও।
তবে এই ইংলিশ অলরাউন্ডারকে দলে পাওয়ার দৌড়ে এমএস ধোনির চেন্নাই সুপার কিংস এগিয়ে আছে বলে জানা গেছে।