ডেভিড উইলিকে চাইছে আইপিএলের দুই ফেভারিট দল

ছবি:

ইংলিশ অলরাউন্ডার ডেভিড উইলিকে দলে নিতে চাইছে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। আইপিএলের দুই বড় দল এই ইংলিশ তারকা অলরাউন্ডারকে পেতে মুখিয়ে আছে।
আইপিএলের ইনজুরির কারনে ১৩তম ইংলিশ ক্রিকেটার হিসেবে জায়গা হতে পারে বিগ ব্যাশে পার্থ স্কোরচার্সের হয়ে চ্যাম্পিয়ন্সশিপ জেতা এই ইংলিশ অলরাউন্ডারের।
আইপিএলের প্রথম ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরির কারনে টুর্নামেন্টের প্রথমভাগ থেকে ছিটকে পড়েছেন ভারতীয় ফিনিশার কেদার যাদব। তার বদলী হিসেবে উইলিকে দলে চায় ধোনির চেন্নাই।

অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স ক্যাম্পে রয়েছে ইনজুরি ভীতি। অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার প্যাট কামিন্স টানা ক্রিকেটের ধকলের পর আইপিএলে এসেছেন।
মুম্বাইয়ের প্রথম ম্যাচে একাদশের বাইরে ছিলেন তিনি। ইনজুরি শঙ্কা থাকায় এই অজি ফাস্ট বোলারের বদলী হিসেবে ডেভিড উইলির চাহিদা এখন আকাশ ছোঁয়া।
তবে উইলিকে কে দলে নিতে পারে সেটাই দেখার বিষয়। ইংলিশ মিডিয়া থেকে জানা গেছে, বাঁহাতি পেসার উইলিকে পাওয়ার দৌড়ে এগিয়ে আছে ধোনির চেন্নাই।
ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ৩৪টি ওয়ানডে ও ২০টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। নতুন বলে উইকেট নেয়ায় পক্ব উইলি ইনিংসের শেষের দিকেও রান তুলতে সক্ষম।