আসছে নতুন সাকিব

ছবি:

কলকাতা নাইট রাইডার্সের সাথে সাকিব আল হাসানের সম্পর্ক অনেকটা ঘরের ছেলের মত ছিল। ওপার বাংলার দলটির সাথে ২০১১ থেকে সাকিবের সম্পর্ক। এই সময়টায় কলকাতা শহরে সাকিবের জনপ্রিয়তা ছিল তুঙ্গে।
সাকিবের কারনে কেকেআরের সমর্থক গোষ্ঠীর সীমানাও ভারত ছাড়িয়ে যায়। আইপিএলে সাকিবের দল কলকাতা সবসময় পুরো বাংলাদেশের সমর্থন পেয়ে এসেছে। দর্শকদের ভালোবাসার প্রতিদানও দিয়েছে সাকিব ও কলকাতা।
এই সময়টায় দুই দুইবার চ্যাম্পিয়নশিপ জিতেছে কলকাতা। একই সাথে নিয়মিত প্লে অফে খেলেছে ফ্র্যাঞ্চাইজিটি। কিন্তু ধারাবাহিক পারফর্মেন্সের পরও এবারের আইপিএলে সাকিবকে কেকআরের জার্সিতে দেখা যাবে না।

কেকেআরের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সের উইকেট বদলে যাওয়ায় স্পিন বোলিং অলরাউন্ডারদের চাহিদা কমে যাওয়ায় সাকিবকে বাইরে রেখেই দল সাজানো হয়েছে। ফলে কলকাতার সাথে দীর্ঘ সম্পর্ক ছিন্ন করা সাকিবকে নতুন ঠিকানা খুঁজে নিতে হচ্ছে।
এবার সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে খেলবেন বাংলাদেশ টেস্ট ও টি-টুয়েন্টি দলের কাপ্তান সাকিব। আর নতুন দলে নতুন সাকিবকে দেখার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। দল বদলে ফেলা সাকিব হায়দ্রাবাদ ক্যাম্পের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে বিবেচিত হচ্ছে।
মিডেল অর্ডারে হায়দ্রাবাদের শুন্যতা পূর্ণ করার পাশাপাশি বল হাতে কঠিন দায়িত্ব পালন করতে হবে সাকিবকে। ব্যাটিং পাওয়ারপ্লে এবং ডেথ ওভারের বল করতে দেখা যাবে সাকিবকে। অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে হায়দ্রাবাদ ক্যাম্পে সাকিব বেশ সম্মানও পাচ্ছে।
সব মিলিয়ে এবারের আইপিএলে কমলা জার্সিতে ভিন্ন সাকিবকে দেখতে পাবে বাংলাদেশি সমর্থকরা।