আইপিএলে রাহুলের দ্রুততম অর্ধশতকের রেকর্ড

ছবি:

দিল্লি ডেয়ারডেভিলসের করা ১৬৬ রানের জবাবে ব্যাট করতে নেমেই ব্যাট হাতে দারুণ এক রেকর্ড গড়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের ওপেনার লোকেশ রাহুল। আইপিএলের ইতিহাসে দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছেন তিনি।
ইনিংসের মাত্র ১৭ বলেই দলীয় ৫০ রান পূরণ করে কিংস ইলেভেন পাঞ্জাব। এর মধ্যে ১৪ বল খেলে একাই ৫১ রান করেন লোকেশ রাহুল। চার বছর আগে গড়া স্বদেশী ইউসুফ পাঠানের আইপিএলে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন রাহুল।
তাছাড়া ১৫ বলে অর্ধশতকের রেকর্ড আছে সূনীল নারিনেরও। ২০১৭ সালে নারিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে বিস্ফোরক ইনিংস খেলার পথে দ্রুততম ফিফটির রেকর্ড স্পর্শ করেন এই ক্যারিবিয়ান।

তার আগে ২০১৪ সালের আসরে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাত্র ১৫ বলে কলকাতার জার্সি গায়ে অর্শশতক করেছিলেন ইউসুফ। এই রেকর্ড দুটি ভেঙে দিয়ে রোববার সন্ধ্যায় মাত্র ১৪ বলে চারটি চার এবং ছয়টি ছক্কার মারে ৫১ রান করলেন রাহুল।
এই ওপেনারের দুর্দান্ত ব্যাটিংয়েই জয়ের পথে ছুটছে পাঞ্জাব। এবারের আইপিএলে লোকেশ রাহুলকে ১১ কোটি রুপি দিয়ে কিনেছে পাঞ্জাব। আর প্রথম ম্যাচেই টুর্নামেন্টে দলকে স্বপ্নের যাত্রা এনে দিলেন ওই তারকা।