রণনীতি গোপন রাখছেন রোহিত

ছবি:

আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ম্যাচের কলাকৌশল নিয়ে মুখ খুলতে নারাজ মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা।
গত কয়েক মৌসুমে মুম্বাইয়ের ব্যাটিং অর্ডারে বেশ কয়েকবার রদবদল হতে দেখা গেছে। মিডেল অর্ডারে অভিজ্ঞতার শুন্যতা থাকায় রোহিতকে চার নম্বরে ব্যাট করতে হয়েছে। তবে এবারের মৌসুমে কে কোন পজিশনে ব্যাট করে সেটা নিয়ে এখনই মুখ খুলতে চান না রোহিত।

‘আমি এখনই জানাতে চাই না আইপিএলে কোথায় ব্যাট করতে নামব। আমাদের মিডল অর্ডার বেশ শক্তিশালী। ওপেনাররাও খুব ভাল। এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ) আছে, ঈশান কিশান আছে। সাত তারিখ দেখব, আমি কত নম্বরে নামব। এখন ওটা গোপনই থাক।’
প্রতিবারের মত এবারো মুম্বাই টুর্নামেন্ট শুরু করছে ফেভারিটের তকমা নিয়ে। তবে খোদ মুম্বাইয়ের কোচ এভাবে ভাবতে চায় না। নিজেদের শক্তি সম্পর্কে ভালোই ধারনা তাদের।
অধিনায়ক রোহিত বলছেন, ‘আমরা এই তকমা নিয়ে টুর্নামেন্টে নামতে চাই না। আমরা বাকি দলগুলোর মতোই শক্তিশালী। আমরা যা চাই, সেটা আমাদের আছে। এতেই আমরা খুশি।’