চাকরি যাচ্ছে ক্রেমার, হিথ স্ট্রিকদের

ছবি:

বিশ্বকাপের বাছাই পর্ব থেকে বাদ পড়ায় জিম্বাবুয়ে ক্রিকেটে ঝড় বইছে। ক্রিকইনফোর সূত্র মতে, পুরো কোচিং স্টাফ থেকে শুরু করে অধিনায়ক গ্রায়াম ক্রিমারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হবে।
অধিনায়ক হিসেবে গ্রায়াম ক্রিমারের বদলী হিসেবে আরেক অভিজ্ঞ ব্র্যান্ডন টেইলরকে দায়িত্ব দেয়া হবে বলে জানা গেছে। কোচিং স্টাফদের মধ্যে প্রধান কোচ হিথ স্ট্রিক, ব্যাটিং কোচ ল্যান্স ক্লুজনার, বোলিং কোচ ডগলাস হুন্ডার মত সাবেক ক্রিকেটাররা রয়েছে।
এদের সবাইকেই ছাটাই করে নতুন করে জিম্বাবুয়ের ক্রিকেট সাজাতে চাইছে বোর্ড কর্তারা। একই সাথে জিম্বাবুয়ের ফিল্ডিং কোচ, ফিটনেস কোচ থেকে শুরু করে দলের অ্যানালিসিস্টকেও রাখতে চাইছে না দেশটির ক্রিকেট বোর্ড।

অনূর্ধ্ব ঊনিশ দলের দায়িত্বে থাকা কোচ স্টিভেন ম্যাঙ্গোনগোকেও চাকরি চ্যুত করা হবে। এদের মধ্যে প্রধান কোচ হিথ স্ট্রিক আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের কোচের দায়িত্বে আছেন।
এছাড়া কোচিং স্টাফের বাকি সদস্যদের নতুন করে চাকরি খুঁজতে হবে। ২০১৯ বিশ্বকাপের মূল পর্বে খেলতে না পারায় বড় বিপদে পড়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। বিশেষ করে অর্থ সংকট চরমে পৌঁছে যাওয়া দেশটির ক্রিকেট ভবিষ্যৎ হুমকির মুখে আছে।
ফ্রেব্রুয়ারি থেকে মাত্র ৪০ শতাংশ কর্মচারীর বেতন দিতে সক্ষম হয়েছে জিম্বাবুয়ে বোর্ড। তার উপর আরব আমিরাতের বিপক্ষে তিন রানের দুর্ভাগ্যজনক হারে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ায় স্পন্সররাও জিম্বাবুয়ে ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।