সাউদির পাঁচ উইকেট, ইংলিশদের দেয়াল বেয়ারস্টো

ছবি:

ক্রাইস্টচার্চ টেস্টেও কিউই বোলারদের দাপট অব্যাহত রইল। প্রথম টেস্টে পাঁচ উইকেট হাতছাড়া করা টিম সাউদি ক্রাইস্টচার্চে সুযোগ হাতছাড়া করলেন না। দুর্দান্ত বোলিংয়ে ইংলিশ ব্যাটসম্যানদের ভুগিয়েছেন তিনি।
পাঁচ উইকেট শিকার করে নিউজিল্যান্ডকে প্রথম দিন শেষে ভালো অবস্থানে রেখেছেন এই ফাস্ট বোলার। ক্যারিয়ারে সপ্তমবারের মত পাঁচ উইকেট শিকার করা সাউদি নিউজিল্যান্ডের সর্বকালের সেরা উইকেট শিকারির তালিকায় চতুর্থ অবস্থানে উঠে এসেছেন।
এর আগে টসে হেরে ব্যাট করা ইংলিশ ব্যাটসম্যানরা অবশ্য শুরুর ধাক্কা দিয়েছেন সাউদির সঙ্গী বোল্ট। অ্যালিস্টার কুককে দ্রুত ফিরিয়ে নড়বড়ে টপ অর্ডারের দুয়ার খুলে দেন তিনি। সেখান থেকে স্টোনম্যান, ভিন্স ও জো রুটরা উইকেটে জমে গিয়ে আউট হওয়ার বড় ভুল করেছেন।

বড় ইনিংসের ইঙ্গিত দিয়েছেন বেন স্টোকসও। কিন্তু সাউদি ম্যাজিকে স্থায়ী হয়নি কেউই। তবে প্রথম টেস্টের প্রথম ইনিংসের মত ইংলিশদের ভেঙ্গে পড়তে দেয়নি জনি বেয়ারস্টো।
দেড়শ রানে ছয় উইকেট পতনের পর লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে লড়াই চালিয়ে যান তিনি। বিশেষ করে বোলার মার্ক উডের সাথে জুটি গড়ে দলের স্কোর সম্মানজনক অবস্থানে নিয়ে যান এই ইংলিশ উইকেট কিপার।
দিনের শেষ বেলায় মার্ক উড আউট হওয়ার ওয়ানডে মেজাজে খেলে ক্যারিয়ারের প্রথম ফিফটি আদায় করেন। জনি বেয়ারস্টো ৯৭ রানে অপরাজিত থেকে ইংলিশদের দিন শেষে আট উইকেটে ২৯০ রানে পৌঁছে দেন।
অভিষিক্ত জন ল্যাক ১৩ রানে বেয়ারস্টোকে সঙ্গ দিচ্ছেন। নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি পাঁচ উইকেট ও ট্রেন্ট বোল্ট তিন উইকেট শিকার করেছেন।