হান্নান সরকারের তান্ডবে জিতলো বিসিবি লাল দল

ছবি:

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রদর্শনী ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয় সোমবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায়।
এই ম্যাচে বিসিবি সবুজ দলকে ৬ উইকেটে হারিয়েছে বিসিবি লাল দল। ম্যাচটিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে স্কোরবোর্ডে ৭ উইকেট হারিয়ে ১৬৬ রান যোগ করে বিসিবি সবুজ দল।
দলের পক্ষে রফিকুল ইসলাম খান করেন সর্বোচ্চ ৩৪ রান। লাল দলের হয়ে জাকির হাসান এবং খালেদ মাহমুদ সুজন নেন সর্বোচ্চ ৩টি করে উইকেট।

১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাট হাতে ঝড় তুলেন হান্নান সরকার। তার ২৪ বলে ৬১ রানের উপর ভর করে ১৮.১ ওভারে ৬ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বিসিবি লাল দল।
এছাড়াও মিনহাজুল আবেদিন নান্নু ৩১ এবং খালেদ মাহমুদ সুজন অপরাজিত থাকেন ২৮ রান করে। সবুজ দলের পক্??ে শফিউদ্দিন আহমেদ বাবু নেন ২টি উইকেট।
বিসিবি লাল দল: হাবিবুল বাশার সুমন, নাঈমুর রহমান দুর্জয় এমপি, আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, খালেদ মাহমুদ সুজন, এনামুল হক মনি, মোহাম্মদ আলী, জাকির হাসান, তালহা জুবায়ের, ফাহিম মুনতাসির সুমিত, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ সেলিম, হান্নান সরকার, ও মঞ্জুরুল ইসলাম।
বিসিবি সবুজ দল: মেহরাব হোসেন অপি, জাহাঙ্গীর আলম, হারুনুর রশিদ লিটন, মোহাম্মদ রফিক, হাসানুজ্জামান ঝড়ু, মুশফিকুর রহমান, মোরশেদ আলী খান, আলমগীর কবির, আনোয়ার হোসেন (মনির), শফিউদ্দিন আহমেদ বাবু, ফয়সাল হোসেন ডিকেন্স, সাইফুল্লাহ খান জেম, মিজানুর রহমান বাবুল ও ফারুক আহমেদ।