সৌম্যে ভবিষ্যতের অলরাউন্ডার দেখছেন চাম্পাকা

ছবি:

সৌম্য সরকারের মাঝে ভবিষ্যতের অলরাউন্ডারের হওয়ার সম্ভাবনা দেখছেন লঙ্কান বোলিং কোচ চাম্পাকা রামায়ায়েকে। অনুশীলন করলেই একজন বোলার হিসেবে অনেক উন্নতি করতে পারবে সৌম্য, এমন বিশ্বাস রয়েছে মাশরাফিদের প্রিয় কোচ রমানায়েকের।
বিশেষ করে ম্যাচের পরিস্থিত সৌম্যর বুঝেশুনে বল করার সহজাত ক্ষমতা মুগ্ধ করেছে এই লঙ্কানকে। নিদাহাস ট্রফির ফাইনালে বল হাতে সফল না হলেও ভবিষ্যতে অনেক সাফল্য এনে দিতে সক্ষম সৌম্য সরকার। চাম্পাকার ভাষায়,
'সৌম্য একজন পার্ট টাইমার কিন্তু সে আরও ভালো করতে পারবে। সে ক্রিকেট নিয়ে খুব ভাবতে পারে। সে যখন বল করছে আপনি দেখবেন যে চিন্তা করেই বল করার চেস্টা করছে। তার বল করার ক্ষমতা আছে, তাই আমি তাকে নিয়মিত বল করার আত্মবিশ্বাস দিয়েছি।

আপনি একদিন হয়তো রান খরচা করবেন কিন্তু আপনি নিয়মিত কাজ করে গেলে অনেক ম্যাচ জেতায় সাহায্য করতে পারবেন। যদি ভয় থাকে তাহলে আপনি কখনই শিখতে পারবেন না। ভাগ্য খারাপ সেদিন কার্ত্তিক শেষ বলে ছয় মেরেছিল, কিন্তু সে আরও ভালো বোলার হিসেবে ফিরবে।'
শুধু সাদা বলের ক্রিকেটেই নয়, সৌম্যকে টেস্ট ক্রিকেটেও হাত ঘুরাতে দেখতে চান চাম্পাকা। অধিনায়কের চাহিদা অনুযায়ী সৌম্যর কাছ থেকে ১০-১২ ওভার আদায় করা সম্ভব বলে মনে করেন এই শ্রীলঙ্কান।
'তার টেস্ট ম্যাচের বল করার সক্ষমতা আছে, ১০-১২ ওভার করতেই পারে সে। দলে চতুর্থ পেসার থাকা ভালো যে কিনা ব্যাট করতে পারে। আমাদের অলরাউন্ডারদের তৈরি করতে হবে। এটা খুবই দরকার, কারন আগামী বিশ্বকাপ ইংল্যান্ড... সেখানে অলরাউন্ডারদের চাহিদা অনেক।'
সূত্রঃ ঢাকা ট্রিবিউন