সিরিজে ফিরেছে বাংলাদেশ

ছবি:

ভারতের নইদায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল ও আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে ক্ষুদে টাইগাররা।
সাত উইকেটের সহজ জয়ে সিরিজটি জমে উঠেছে। আফগানদের দের্যা মাত্র ১২২ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র তিন উইকেট হারিয়ে ৩৩ ওভারেই জয় তুলে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল।

দুই ওপেনার নাবিল ও তাহসিন ত্রিশ ছাড়ানো ইনিংস খেলে আউট হলেও ইমন ও অমিত হাসান অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। এর আগে ব্যাটসম্যানদের কাজ সহজ করেছেন বোলাররা।
দুই ফ্রন্ট লাইন বোলার মৃত্যুজয় ও মেহেদি হাসান তিনটি করে উইকেট শিকার করেছেন। ম্যাচটিতে ব্যাট হাতে ৩৪ রানের সাথে নিজের অফ স্পিনে দুই উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন তাহসিন।
তিন ম্যাচের সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ২৭ মার্চ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ১৭ রানে হারায় সিরিজের শেষ ম্যাচটি ফাইনালে পরিনত হয়েছে।