ডু প্লেসিসের সহানুভূতি পাচ্ছেন স্মিথ

ছবি:

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিস ১৮ মাস আগে অস্ট্রেলিয়া সফরে বল উজ্জ্বল করার জন্য মিন্ট ব্যবহার করে বিতর্কের জন্ম দিয়েছিল। এবার দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিংয়ের গুরুতর অভিযোগের তীর অস্ট্রেলিয়ানদের দিকে ধেয়ে আসছে।
কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকা বড় ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এগিয়ে গেলেও লোকে মুখে ক্রিকেটের চেয়ে বেশি কথা হচ্ছে অস্ট্রেলিয়ার বল টেম্পারিং ইস্যু নিয়েই। দক্ষিণ আফ্রিকার কাপ্তান ডু প্লেসিসকেও এই ইস্যুতে প্রশ্নের মুখে পড়তে হয়েছে।
ফাফ ডু প্লেসিস বলেছেন, ২০১৬ সালের অস্ট্রেলিয়া সফরে নিজের বল উজ্জ্বল করার ঘটনার সাথে অস্ট্রেলিয়ানদের বল টেম্পারিংয়ের ঘটনার কোন মিল নেই। 'বল শাইনিং ও বল টেম্পারিং ভিন্ন কথা। একটা থেকে আরেকটা অনেক বেশি গুরুতর ঘটনা।,' বলেছেন ডু প্লেসিস।

স্টিভ স্মিথ, অস্ট্রেলিয়ান কাপ্তান ইতিমধ্যেই ইচ্ছাকৃতভাবে বলের আকৃতি পরিবর্তনের চেস্টা করার পরিকল্পনার কথা স্বীকার করেছেন। আইসিসি শতভাগ ম্যাচ ফি জরিমানার সাথে সিরিজের পরের টেস্ট থেকে স্মিথকে নিষিদ্ধ করেছে।
স্মিথদের জন্য বর্তমান পরিস্থিতি খুব একটা সুখকর নয়, সেটা বলার অপেক্ষা রাখে না। ফাফ ডু প্লেসিস ম্যাচ শেষে বলেছেন, 'আমার পক্ষে উত্তর দেয়া কঠিন। কোনটা সঠিক কোনটা সঠিক নয়, সেটা বলা মুশকিল। তবে সে (স্মিথ) অধিনায়ক হিসেবে দায়িত্ব নিজের ঘাড়ে নিয়েছে। এতে আমি কোন ভুল দেখি না। তবে অন্যদের দোষ থাকলে তাদেরও প্রশ্নের সম্মুখিন হওয়ার উচিত।'
'আমি বুঝতে পারছি সময়টা তার জন্য খুবই কঠিন। আমি যেই অবস্থায় পড়েছিলাম ২০১৬ সালে, সেটার সাথে মানিয়ে নেয়া আমার জন্য সহজ ছিল। আমি জানি না তার তার (স্মিথ) ক্ষেত্রে কি হচ্ছে। কিন্তু অনুমান করতে পারি, এটা আসলেই তার জন্য কঠিন সময়।'