যেমন হতে পারে প্রেমাদাসার উইকেট

সংবাদ
যেমন হতে পারে প্রেমাদাসার উইকেট
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

কলম্বোতে নিদাহাস ট্রফির দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মাঠে নামবে রোহিত শর্মার ভারত এবং মাহমুদুল্লাহ রিয়াদের বাংলাদেশ।

সিরিজের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে হেরে ব্যাকফুটে রয়েছে ভারত। আর ব্যাকফুটে থাকা ভারতকেই চেপে ধরতে চায় টাইগাররা। দু'দলেরই লক্ষ্য জয় নিয়ে মাঠ ছাড়া। 

এদিকে সিরিজের সবকটি ম্যাচই হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। আর এই ভেন্যুতে পিচের সংখ্যা রয়েছে মোট ১০টি। আর ভারত-বাংলাদেশের ম্যাচের জন্য তৈরি করা হয়েছে ৫ নম্বর উইকেটটা।

বুধাবার পর্যন্ত উইকেটে ঘাস কিংবা হালকা ফাটল কোনটাই চোখে পড়েনি। পিচ কিউরেটরের কাছ থেকে আভাস পাওয়া গিয়েছে উইকেট থেকে ব্যাটসম্যানরা সুবিধা পাবেন বেশী।

এছাড়াও এখানে দ্বিতীয় ইনিংসে ব্যাট করলে সুবিধা বেশী ??ারণ স্কোরবোর্ডে ১৮০-২০০ রান তোলার পরও হেরে বসতে পারে যে কেউই। পুরো সিরিজেই এমন উইকেট থাকবে বলেও জানা গিয়েছে।

এই মাঠে শেষ পাঁচ দেখায় প্রথমে ব্যাট করে প্রতিপক্ষ দল চারবারই ১৫০'র উপর পূঁজি পেয়েছে। আর অস্ট্রেলিয়া-শ্রীলংকার ম্যাচে প্রথমে ব্যাট করে ১২৮ রান করেছিল স্বাগতিকরা।

তাই বলা যাচ্ছে প্রেমাদাসার উইকেট হবে ব্যাটিং সহায়ক। আর শেষ ম্যাচে ভারত ১৭০'র উপর পূঁজি নিয়েও জিততে পারেনি। তাই জিততে হলে বাংলাদেশকে নিজেদের সেরাটা দিতেই হবে। 

আরো পড়ুন: this topic