ভারত-ইংল্যান্ডকে পাচ্ছে না বাংলাদেশ

সংবাদ
ভারত-ইংল্যান্ডকে পাচ্ছে না বাংলাদেশ
Author photo
জুবাইর
· ১ মিনিট পড়া

২০১৫-১৬ মৌসুমে বাংলাদেশ দলের টেস্ট ম্যাচের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গিয়েছিল। তবে সামনের ক্রিকেট সূচি আশা দেখাচ্ছে বাংলাদেশ সমর্থকদের। চলতি মৌসুমের মত ২০১৮-১৯ মৌসুমেও বছর জুড়ে ব্যস্ত থাকবে বাংলাদেশ দল।

ওয়ানডে ক্রিকেট দিয়ে আগামী বছর শুরু করবে বাংলাদেশ দল। ঘরের মাঠে টেস্ট সিরিজ ছাড়াও বিদেশে লম্বা সফরে আছে বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়ার মত কঠিন কন্ডিশনে খেলবে সাকিব-মাশরাফিরা।

দ্বিপাক্ষিক সিরিজ ছাড়াও ২০১৮ সালে এশিয়া কাপ, ২০১৯ সালে বিশ্বকাপের মত আইসিসি ইভেন্টে অংশ নিবে বাংলাদেশ। তবে সূচিতে বড় দল গুলোর সাথে যথেষ্ট সিরিজ নেই বাংলাদেশের।

২০১৮ সালে অস্ট্রেলিয়া ও ২০১৯ সালে নিউজিল্যান্ড সফর ছাড়া বাকি সিরিজ গুলোতে হাই প্রোফাইল দলের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোন দ্বিপাক্ষিক সিরিজ নেই এই সময়টায়।

চলুন এক নজরে দেখে নেয়া যাক আগামী দুই বছরে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সিরিজ ও টুর্নামেন্টের সূচি...

জানুয়ারি, ২০১৮

বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে ট্রাই নেশন সিরিজ। (হোম সিরিজ)

জানুয়ারি-ফেব্রুয়ারি, ২০১৮

বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট (২) ও টি-টুয়েন্টি সিরিজ (২)। (হোম সিরিজ)

মার্চ-এপ্রিল,২০১৮

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট (২), ওয়ানডে (৩) ও টি-টুয়েন্টি (১) সিরিজ। (অ্যাওয়ে সিরিজ)

জুন, ২০১৮

ভারতের মাটিতে এশিয়া কাপ 

আগস্ট, ২০১৮

অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট (২) ও ওয়ানডে (৩) সিরিজ। (অ্যাওয়ে সিরিজ)

নভেম্বর-ডিসেম্বর, ২০১৮

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট (২), ওয়ানডে (৩) এবং টি-টুয়েন্টি (১) (হোম সিরিজ)

জানুয়ারি-ফেব্রুয়ারি, ২০১৯

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট (৩) ও ওয়ানডে (৩) সিরিজ। (হোম সিরিজ)

ফেব্রুয়ারি-মার্চ, ২০১৯

নিউজিল্যান্ড -বাংলাদেশ টেস্ট (৩)ও ওয়ানডে (৩) সিরিজ। (অ্যাওয়ে সিরিজ)

জুন-জুলাই, ২০১৯

ইংল্যান্ডে আইসিসি বিশ্বকাপ।

সেপ্টেম্বর-অক্টোবর, ২০১৯

বাংলাদেশ- নিউজিল্যান্ড টেস্ট (৩), ওয়ানডে (৩) এবং টি-টুয়েন্টি (২) সিরিজ। (হোম সিরিজ)

নভেম্বর-ডিসেম্বর, ২০১৯

শ্রীলঙ্কা-বাংলাদেশ টেস্ট (২), ওয়ানডে (৩) এবং টি-টুয়েন্টি (২) সিরিজ। (অ্যাওয়ে সিরিজ)

আরো পড়ুন: this topic