২০১৭ সালে দেশে বিদেশে অনেক সিরিজ খেলেছিল বাংলাদেশ দল। ২০১৮ সালেও দম ফেলার সুযোগ নেই ক্রিকেটারদের। বিপিএলের পর দুই সপ্তাহের বিশ্রামের পর শ্রীলঙ্কা, জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত হবে মাশরাফিরা।
ওয়ানডে দিয়েই নতুন বছর শুরু করবে বাংলাদেশ দল। ত্রিদেশীয় সিরিজের পরেই লঙ্কানদের বিপক্ষে দুটি টেস্ট ও টি-টুয়েন্টি ম্যাচ খেলবে স্বাগতিক বাংলাদেশ। চলতি সপ্তাহের মধ্যেই ত্রিদেশীয় সিরিজ ও শ্রীলঙ্কা সিরিজের সময় সূচি ও ভেন্যু নির্ধারণ করা হবে।
বিসিবি ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান ও সাবেক কাপ্তান আকরাম খান জানিয়েছেন, 'আমরা দুই এক দিনের মধ্যে দিয়ে দিব। দুইটা টি-টুয়েন্টি, তারপর ট্রাই নেশন তারপর টেস্ট দুইটা।'
আগামী বছর বাংলাদেশ দল প্রথম বিদেশ সফর করবে ওয়েস্ট ইন্ডিজে। বিসিবি অবশ্য ওতটা দূরে চিন্তা করছে না। আগামী দুই মাসের ব্যস্ত সূচি নিয়ে ভাবছে বিসিবির থিঙ্ক ট্যাঙ্ক। 'এটা সম্ভবত জুনের দিকে এর আগে আমাদের অনেকগুলো খেলা আছে।
আমরা স্টেপ বাই স্টেপ যাব। ট্রাই নেশন সিরিজ আছে, শ্রীলঙ্কা সিরিজ আছে। তার পর আবার শ্রীলঙ্কা ট্রাই নেশন খেলতে যাচ্ছি। আপাতত আমরা এইগুলোই নিয়েই চিন্তা ভাবনা করছি। আগামী বছরের মাঝে ওয়েস্ট ইন্ডিজ যাব। তাই তখন ওইটা দেখা যাবে।,' বলছেন আকরাম খান।
সেই পরিকল্পনায় অংশ হিসেবে জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে আফগানিস্তানের সাথে একটি টি-টুয়েন্টি সিরিজ আয়োজনের কথা ভাবছে বিসিবি। আকরান খানের ভাষ্য মতে, 'এটা এমন একটা প্লান করছি, তবে নিশ্চিত না। মাস দুয়েকের মধ্যে ছোট্ট একটা টি-টুয়েন্টি সিরিজ হতে পারে তবে নিশ্চিত না।'