৫ বছর পর সিপিএলে শিরোপা জিতল নাইট রাইডার্স

ফ্র্যাঞ্চাইজি লিগ
৫ বছর পর সিপিএলে শিরোপা জিতল নাইট রাইডার্স
৫ বছর পর সিপিএলে শিরোপা জিতল নাইট রাইডার্স, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ১৩তম আসরে শিরোপা ঘরে তুলেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে তিন উইকেটে হারিয়েছে নিকোলাস পুরানের দল।

প্রথমে ব্যাট করতে নেমে গায়ানা নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে তোলে মাত্র ১৩০ রান। জবাবে ত্রিনবাগো ১৮তম ওভারে লক্ষ্যে পৌঁছে যায় সাত উইকেট হারিয়ে। এটি সিপিএলে নাইট রাইডার্সের পঞ্চম শিরোপা। সর্বশেষ তারা চ্যাম্পিয়ন হয়েছিল ২০২০ সালে।

জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় নাইট রাইডার্স। প্রথম দুই ওভারে স্কোরবোর্ডে জমা পড়ে ২৫ রান। তবে এরপরই ধাক্কা খায় দলটি। ৩৩ রানে বিনা উইকেট থেকে স্কোর নেমে আসে তিন উইকেটে ৫৪ রানে। সুনীল নারিন দ্রুত রান তুললেও ইনিংস বড় করতে পারেননি, ১৭ বলে করেন ২২ রান।

চাপের মধ্যে হাল ধরেন কাইরন পোলার্ড। ইনিংসের ১৪তম ওভারে ইমরান তাহিরকে পরপর তিনটি ছক্কা হাঁকান অভিজ্ঞ এই ব্যাটার। যদিও পরের ওভারে তিনি বোল্ড হয়ে ফিরে যান ১২ বলে ২১ রান করে। শেষ দিকে কেসি কার্টি ও আকিল হোসেনের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয় নিশ্চিত হয় নাইট রাইডার্সের।

দলটির হয়ে কলিন মুনরো ১৫ বলে ২৩ এবং অ্যালেক্স হেলস ৩৪ বলে ২৬ রানের ইনিংস খেলেন। তিনে নামা পুরান করেন ৯ বলে এক রান। এ ছাড়া ডোয়াইন ব্রাভোর ব্যাটে আসে ৯ বলে ১১ রান।

আন্দ্রে রাসেল এক বলে শুন্য রানে ফিরে গেলেও জিতে যায় দলটি। গায়ানার হয়ে ৩৪ রান খরচায় তিন উইকেট নেন ইমরান তাহির। দুটি করে উইকেট নেন ডোয়াইন প্রিটোরিয়াস এবং শামার জোসেফ।

এর আগে গায়ানার ইনিংসে ২৭ বলে সর্বোচ্চ ৩০ রান আসে ইফতিখার আহমেদের ব্যাট থেকে। প্রিটোরিয়াস করেন ১৮ বলে ২৫ রান। ত্রিনবাগোর বোলিং আক্রমণে সবচেয়ে সফল ছিলেন সৌরভ নেত্রবালকার, ২৫ রানে নেন তিন উইকেট। তার বোলিংই গায়ানার ইনিংস চেপে ধরতে বড় ভূমিকা রাখে।

২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত টানা চার মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল ত্রিনবাগো নাইট রাইডার্স। এরপর টানা চার বছর তারা ফাইনালে জায়গা করে নিতে পারেনি একবার ছাড়া। পাঁচ বছর পর আবারও ট্রফি জিতে শীর্ষে ফিরল তারা।

আরো পড়ুন: ত্রিনবাগো নাইট রাইডার্স