মালিকের ব্যাটে চেয়ে কুমিল্লা

সংবাদ
মালিকের ব্যাটে চেয়ে কুমিল্লা
Author photo
জুবাইর
· ১ মিনিট পড়া

খুলনার বিপক্ষে ১৭৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে কুমিল্লা। ইনিংসের শুরুতে সোলেমন মিরেকে শুন্য রানে হারালেও ইমরুলের সাথে জুটি গড়েন তামিম ইকবাল। পাওয়ারপ্লের সুবিধা নিয়ে রান বাড়াতে থাকেন তামিম।

তবে ভুল সময়ে আউট হন তিন নম্বরে নামা ইমরুল কায়েস। বেনি হাওয়েলের বলে ২০ রান করে সাজঘরে ফিরে যান তিনি। উইকেট পতনে জস বাটলারের সাথে জুটি গড়ার চেস্টা করেন ওপেনার তামিম।

কিন্তু বড় ধাক্কা খায় ইনিংসের দশম ওভারে। ব্র্যাথওয়েটের বলে ভালো খেলতে থাকা তামিম রিয়াদের হাতে ক্যাচ আউট হন। ৩৩ বলে ৩৬ রানের ইনিং?? খেলে ফিরতে হয় তামিমকে।

স্থায়ী হয়নি বাটলারের ইনিংসও। দলীয় ৯০ রানে ১১ রান করে হাওয়েলের দ্বিতীয় শিকারে পরিনত হন তিনি। উপরের সারির ব্যাটসম্যানদের ব্যর্থতা কুমিল্লার কাজ কঠিন করে তোলে।

বিপর্যয়ে অভিজ্ঞ শোয়েব মালিকের ব্যাটে লড়াইয়ে ইঙ্গিত দেয় কুমিল্লা। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬ ওভারে চার উইকেটে ১১৯ রান তুলেছে কুমিল্লা। ২৪ বলে জয়ের জন্য ৫৬ রান প্রয়োজন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড-

অলোক কাপালি, আল-আমিন হোসেন, ডোয়াইন ব্রাভো, ড্যারেন ব্রাভো, জস বাটলার,  ফখর জামান, হাসান আলী, ইমরুল কায়েস, তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান, সোলেমন মির, মোহাম্মদ নবী, মোহাম্মদ সাইফউদ্দিন, মুজিব জাদরান, রশিদ খান, মারলন স্যামুয়েলস, শোয়েব মালিক।

খুলনা টাইটান্স স্কোয়াড-

কাইল অ্যাবোট, আবু জায়েদ রাহী, আফিফ হোসেন, জোফরা আর্চার, আরিফুল হক, কার্লোস ব্র্যাথওয়েট, ধীমান ঘোষ, মাইকেল ক্লিঙ্গার, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ ইরফান,  মোশাররফ হোসেন রুবেল, নাজমুল হোসেন শান্ত, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), সেকুগে প্রসন্ন, রাইলি রুশো, শফিউল ইসলাম, তানভীর ইসলাম, চ্যাডউইক ওয়ালটন।

আরো পড়ুন: this topic