পিএসএল থেকে বিপিএলকে এগিয়ে রাখছেন বাবর আজম

সংবাদ
পিএসএল থেকে বিপিএলকে এগিয়ে রাখছেন বাবর আজম
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

নিজের দেশের পাকিস্তানী সুপার লীগ (পিএসএল) থেকে বাংলাদেশ প্রিমিয়ার লীগকে (বিপিএল) এগিয়ে রাখছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম। সম্প্রতি প্রিয় ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন তিনি।

বলেছেন, "পিএসএলের চেয়ে বিপিএলে খুব বেশি পার্থক্য দেখছি না। অনেকটা একই রকম সব কিছু। তবে বিপিএলে অনেক বেশি আন্তর্জাতিক ক্রিকেটার এসেছে। বিপিএলের প্রতিদ্বন্দ্বিতা খুব ভাল হচ্ছে। এমন ক্রিকেট খেলতেই আমি বেশি পছন্দ করি।"

উল্লেখ্য, বাবর আজমকে তুলনা করা হচ্ছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে। যদিও কোহলি থেকে নিজেকে পিছিয়ে রাখছেন এই তরুণ ক্রিকেটার। জানিয়েছেন,

"আমার মনেহয় এ রকম কিছু নয়। সে বিশ্বসেরা ব্যাটসম্যান। আর আমার মাত্র শুরু হল। এ জন্য আমি তার সঙ্গে তুলনা পছন্দ করি না। তার পারফরফ্যান্স আমাকে অনুপ্রাণিত করে। তাকে আমি অনুসরণও করি। তবে তার সঙ্গে তুলনা পছন্দ করি না। সে বিশ্বসেরা। আমি তা নই।

শুধু কোহলির সঙ্গেই নন, তরুণ এই পাকিস্তানী ক্রিকেটারকে তুলনা করা হচ্ছে পাকিস্তানের সাবেক ক্রিকেটার মিসবাহ উল হক এবং ইউনিস খানের সঙ্গেও। বলা হচ্ছে টেস্টে এই দুই ক্রিকেটারের জায়গা পূরণ করেছেন বাবর আজম।

এই প্রসঙ্গে বাবরের জবাব, "আসলে ওয়ানডে এবং টি-টোয়েন্টি’ এই দুই ফরম্যাটে আমি যেভাবে খেলছি, তা খুবই ভাল হচ্ছে। কিন্তু টেস্টে তা হচ্ছে না। আমি চেষ্টা করছি সেটা টেস্টেও নিয়ে আসার।

তারপরও মিসবাহ ভাই ও ইউনিস ভাইয়ের জায়গা কেউ নিতে পারবে না। তারা অনেক বড় ক্রিকেটার। তারা পাকিস্তানকে অনেক সেবা দিয়েছেন। আমিও চেষ্টা করব বড় কিছু করার। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে যেমন খেলছি, তা টেস্টেও করব।"


আরো পড়ুন: this topic