এশিয়ান কোচের প্রতিই আগ্রহী বিসিবি

সংবাদ
এশিয়ান কোচের প্রতিই আগ্রহী বিসিবি
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

চন্ডিকা হাথুরুসিংহের উত্তরসূরি কে হতে যাচ্ছেন এই নিয়ে বেশ কিছুদিন থেকেই দেশের ক্রিকেটে চলে আসছে তুমুল আলোচনা। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে নতুন কোচ নিয়োগ নিয়ে দ্রুতই বিজ্ঞপ্তি দেয়া হবে। 

সেই বিজ্ঞপ্তি থেকেই পরবর্তী কোচ বাছাই করা হবে। এদিকে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন মূলত এশিয়ান কোচের ওপরই বেশি আগ্রহী ক্রিকেট বোর্ড।

এই প্রসঙ্গে আকরাম খান বলেন,'এটা এখন নির্ভর করছে কি ধরনের তালিকা আমরা পাই। আমরা বিজ্ঞপ্তি দিবো। সেখান থেকে যাদের নাম আসে।'

এশিয়ান কোচ নিয়োগ দিলে কি কি সুবিধা পেতে পারে দল এর একটি ছোট ব্যাখ্যা দিয়েছেন আকরাম। এশিয়ান কোচেরা বাংলাদেশের কালচারের সাথে দ্রুতই মানিয়ে নিতে পারবে বলে মনে করছেন সাবেক এই টাইগার অধিনায়ক। তাঁর ভাষ্যমতে, 

'আগে একটা বিষয় ছিল। হাথুরু আসার আগে অনেক অস্ট্রেলিয়ান বা বিদেশি কোচ এসেই চুক্তি শেষ হওয়ার আগে চলে যেত। এটা দলের উপর যথেষ্ট প্রভাব ফেলতো। এসব বিবেচোনা করেই এশিয়াতে চেষ্টা করেছিলাম। এশিয়ার হলে ভাল হয়। কারণ কালচারের সাথে মিলবে। আমরা চেষ্টা করবো , এশিয়ান যদি ভাল কেউ.......।'

এদিকে হাথুরুসিংহের বিদায় নিশ্চিত হলেও তাঁর কোচিং স্টাফরা এখনো কাজ করছেন বাংলাদেশ দলের সাথে। নতুন কোচ নিয়োগ দেয়ার পর তিনি যদি এই স্টাফদের নিয়েই কাজ করতে চান তাহলে তাদেরকেই রাখা হবে বলে জানান বিসিবির এই কর্মকর্তা। আকরাম খান বললেন,

'এটা কিন্তু নির্ভর করে যে হেড কোচ হয় তার উপর। ওর পছন্দ আর অপছন্দের একটা ব্যাপার আছে। ওর অনেক প্ল্যান থাকে। আসলে এগুলা প্রধান কোচের সিদ্ধান্তেই হয়। নতুন কোচ যদি এদের নিয়ে খুশি থাকে তবে এটাকে কন্টিনিউ করবো। আর যদি নতুন ভাল কাউকে চায় তবে সেটাই করবো।'

আরো পড়ুন: this topic