promotional_ad

দুর্দান্ত ব্যাটিং-বোলিংয়ে হ্যামিল্টনে নিয়ন্ত্রণ নিলো নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড দল, সংগৃহীত
হ্যামিল্টন টেস্টের দ্বিতীয় দিনটি পুরোপুরিই নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ডের। প্রথম ইনিংসে ৩৪৭ রানে থেমে গিয়ে ইংল্যান্ডকে মাত্র ১৪৩ রানে অলআউট করেছে দলটি। তারপর দ্বিতীয় ইনিংসে কিউইরা করেছে তিন উইকেটে ১৩৬ রান। দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ড থেকে ৩৪০ রানে এগিয়ে আছে দলটি।

promotional_ad

৯ উইকেটে ৩১৫ রান নিয়ে দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। শেষ উইকেটে দলের রানের খাতায় ৪৪ রান যোগ করেন মিচেল সান্টনার এবং উইল ও'রুর্কি। আগের দিন ৫০ রানে অপরাজিত থাকা সান্টনার এ দিন আউট হন ৭৬ রানে। সঙ্গে ও'রুর্কি অপরাজিত থাকেন ৫ রানে।


আরো পড়ুন

কিউইদের বিপক্ষে বাংলাদেশ 'এ' দলে সোহান-বিজয়-মুস্তাফিজরা

২৬ এপ্রিল ২৫
এনামুল হক বিজয় ও নুরুল হাসান সোহান, বিসিবি

৩৪৭ রানের জবাব দিতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। ম্যাট হেনরির তোপ একেবারেই সামাল দিতে পারছিল না দলটি। পঞ্চম ওভারে বোলিংয়ে এসে দুই ওপেনারকে বিদায় করেন হেনরি।


২১ রান করা জ্যাক ক্রলিকে কট এন্ড বোল্ড এবং ১১ রান করা বেন ডাকেটকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন তিনি। তারপর ৪৪ রানের জুটি গড়েন জ্যাকব বেথেল এবং জো রুট। দলীয় ৭৭ রানে এই জুটি ভাঙেন ও'রুর্কি।


promotional_ad

১২ রানে থাকা বেথেলকে আউট করার পরের বলে সিরিজে দারুণ ফর্মে থাকা হ্যারি ব্রুককে শূন্য রানে বোল্ড করেন তিনি। ৮২ রানের মধ্যে পাঁচ উইকেট হারায় ইংল্যান্ড। ষষ্ঠ উইকেটে ইনিংসের সর্বোচ্চ ৫২ রানের জুটি করেন বেন স্টোকস ও অলি পোপ।


আরো পড়ুন

৭ ভেন্যুতে ১২ দলের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, লর্ডসে ফাইনাল

৪ ঘন্টা আগে
ফাইল ছবি

ব্যক্তিগত হাফ সেঞ্চুরি হাঁকাতে পারেননি কেউ। সর্বোচ্চ ৪২ বলে ৩২ রান করেন জো রুট। স্টোকস করেন ৪৩ বলে ২৭ রান। অলি পোপের ব্যাটে আসে ৪২ বলে ২৪ রান। নিচের সারির বাকি পাঁচ ব্যাটারের প্রত্যেকেই এক অংকে থেমে যান।


কিউইদের হয়ে ৪৮ রানে চার উইকেট ম্যাট হেনরি। তিনটি করে উইকেট শিকার করেন ও'রুর্কি ও সান্টনার। ২০৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে নিউজিল্যান্ড। ১৯ রানে গাস অ্যাটকিনসনের বলে বোল্ড হন টম লাথাম।


তারপর ৮৯ রানের জুটি গড়েন উইল ইয়াং ও কেন উইলিয়ামসন। ৬০ রানে ইয়াং ফিরে গেলেও উইকেটে আছেন কেন উইলিয়ামসন (৫০) ও রাচিন রবীন্দ্র (২)। সিরিজটি ইতোমধ্যেই জিতে গেছে ইংল্যান্ড। শেষ ম্যাচ জিততে পারলে হোয়াইটওয়াশ হওয়া থেকে রক্ষা পাবে কিউইরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball