অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে অনিশ্চিত রোহিত

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়া সফরে সিরিজের প্রথম টেস্টে নাও খেলতে পারেন রোহিত শর্মা। ব্যক্তিগত কারণে সেই সময় অস্ট্রেলিয়া নাও থাকতে পারেন ভারতের অধিনায়ক। রোহিত না থাকলে সেই টেস্টে কে নেতৃত্ব দেবেন সেটা এখনও জানায়নি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।


রোহিতের অনুপস্থিতিতে বড় সংকট তৈরি হওয়ার আশঙ্কা ছিল। কেননা ভারতের টেস্ট দলে আনুষ্ঠানিকভাবে কোনো সহ-অধিনায়ক ছিল না। কিছুদিন আগে বাংলাদেশ সিরিজেও তেমনটা দেখা গেছে।


promotional_ad

এই সংকট অবশ্য কাটিয়ে ফেলেছে বিসিসিআই। গত রাতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে দলটি। সেই দলে সহ-অধিনায়ক হিসেবে রাখা হয়েছে জসপ্রীত বুমরাহকে।


সেক্ষেত্রে বিসিসিআই আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও অনুমান করাই যায় পার্থ টেস্টে রোহিত না থাকলে বুমরাহই দলের নেতৃত্বভার সামলাবেন। গতকাল অবশ্য রোহিত না থাকায় কে হবেন সেই টেস্টের নেতা, তা নিয়ে বেশ কিছু গুঞ্জন রটে।


বুমরাহর পাশাপাশি শুভমান গিলকেও সম্ভাব্য অধিনায়ক বানিয়ে সংবাদ প্রকাশ করে জনপ্রিয় সংবাদমাধ্যম ইএসক্রিকইনফোসহ অনেকেই। কিন্তু নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াড ঘোষণার পর অন্য কিছুরই ইঙ্গিত দেয় বিসিসিআই।


অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ চারটি সিরিজের সবকটিতেই জিতেছে ভারত। এবারও বোর্ডার-গাভাস্কার ট্রফি জিততে চায় দলটি। পাঁচ ম্যাচ এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। পার্থে ২২ নভেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball