promotional_ad

শারীরিক দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, পোথাসের সহজ স্বীকারোক্তি

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারতের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের রীতিমতো ভরাডুবি হয়েছে। এখনও এই সফরে জয়ের দেখা পায়নি টাইগাররা। সামনে বাকি একটি টি-টোয়েন্টি। এই ম্যাচের আগে বাংলাদেশের হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস। 


তিনি বাংলাদেশের ব্যর্থতার পেছনে বেশ কিছু যুক্তি দিয়েছেন। দুই দলের পার্থক্যের কথাও উল্লেখ্য করেছেন। তার কথায় উঠে এসেছে দুই দলের শারীরিক শক্তির পার্থক্যও। তিনি মনে করেন সবাই সাম্প্রতিক পারফরম্যান্সের সমালোচনা করতে গিয়ে সর্বশেষ নিউজিল্যান্ড সফর ও পাকিস্তান সফরের কথা ভুলে গেছে।


তিনি বলেন, 'আমার মনে হয় আমরা দ্রুত ভুলে যাচ্ছি। পাকিস্তান থেকে মাত্রই পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে আসলাম, যেটা আগে আমরা কখনওই করে দেখাতে পারিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সুপার এইটে খেলেছে যেটা আগে ঘটেনি কখনও। নিউজিল্যান্ড সফর থেকে আমরা এসেছি সেখানে ১টি করে ম্যাচ জিতে এসেছি যেটাও আগে কখনও ঘটেনি।'


promotional_ad

পোথাস যোগ করেন, 'আমরা গতদিন কী ঘটেছে এবং আজকে কী ঘটেছে তা দেখার ব্যাপারে অনেক পারদর্শী কিন্তু গত ১২ মাসে কী ঘটেছে তা মনে করতে পারছি না। গত ১২ মাসে অনেক উন্নতি হয়েছে। এখানে কোনো ম্যাজিক বুলেট নেই। আমরা যা দেখতে পারছি তা হচ্ছে এখানে গত ১২ মাসে অনেক উন্নতি হয়েছে। ফলে সেটা মেনে নিন এবং কৃতিত্ব দিন যেখানে তার কমতি আছে।'


ভারত সফরের ব্যর্থতা ভুলে শেখার চেষ্টাকেই বড় করে দেখছেন পোথাস। ভারতের টি-টোয়েন্টি দলের বেশিরভাগ ক্রিকেটারই উঠেছেন আইপিএল থেকে। তাদের ছক্কা মারার হাতও বেশ ভালো। এক্ষেত্রে দুই দলের ক্রিকেটারদের ওজনের পার্থক্যটাকেই বড় করে দেখছেন বাংলাদেশের এই কোচ।


তার ভাষ্য, ‘কঠিন কথা বললেন। একজন যদি ৯৫-১০০ কেজি ওজনের হয় আর আরেকজন যদি হয় ৬৫ কেজি, তাহলে একজন তো বেশি দূরে বল পাঠাবেই। অবশ্যই এখানে টাইমিং আছে, টেকনিক আছে, সব আছে। আমরা প্রতিনিয়ত কাজও করে যাচ্ছি।’


ভারতের ক্রিকেটারদের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটারদের পার্থক্য বোঝাতে আইপিএলের উদাহরণ টেনেছেন পোথাস। বাংলাদেশের ক্রিকেটাররা যে ভারতের চেয়ে অনেক পিছিয়ে সেটা যুক্তি দিয়ে বুঝিয়েছেন এই টাইগার কোচ। বাংলাদেশের নিজেদের শক্তির জায়গায় বাংলাদেশ উন্নতি করলেও শারীরিক দক্ষতায় অন্য দলগুলোর চেয়ে পিছিয়ে সেটা স্বীকার করে নিয়েছেন পোথাস।


তিনি বলেন, ‘আইপিএলের দিকেও তাকাতে হবে। আইপিএল দুনিয়ার সেরা টুর্নামেন্ট। প্লেয়ারদের কোয়ালিটি মিলিয়ে দারুণ টুর্নামেন্ট। আইপিএল খেলোয়াড়দের তৈরি করে দেয় আন্তর্জাতিক মঞ্চের জন্য। ফলে এখানে আপনি পুরো ভিন্ন দুটি জিনিসের তুলনা করছেন যে ভারতের কটি ছক্কা এবং আমাদের কটি ছক্কা। এটা অনেকটা এমন হয়ে গেল, ওয়েস্ট ইন্ডিজ কটি ছক্কা মেরেছে আর আমরা কটি। তারা অনেক শক্তিশালী ক্রিকেটার। আমরা স্ট্রেংথ এবং কন্ডিশনিংয়ের দিকে উন্নতি করছি। কিন্তু জেনেটিকস নিয়ে তো আর লড়াই করতে পারবেন না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball