promotional_ad

বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অনিশ্চিত গ্রিন

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার ঐতিহাসিক বোর্ডার-গাভাস্কার ট্রফি। আসন্ন এই সিরিজে নাও খেলতে পারেন ক্যামেরন গ্রিন। এই সময়ের আগে যদি পিঠের চোটের সার্জারি করেন, তাহলে নিশ্চিতভাবেই সিরিজে খেলা হবে না তার।


ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলার সময় পিঠে চোট পেয়েছিলেন গ্রিন। ডারহামে তৃতীয় ওয়ানডেতে ম্যাচের একটা পর্যায়ে ধারাবাহিকভাবে শর্ট বল করে যাচ্ছিলেন গ্রিন। যার ফলে পিঠে খানিকটা ব্যথা অনুভব করেন ডানহাতি এই পেসার।


promotional_ad

ম্যাচ শেষে তাই লন্ডনে স্ক্যান করানো হয় তার। স্ক্যান শেষে পিঠে চোট ধরা পড়ে গ্রিনের। এমন অবস্থায় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে যান তিনি। এরপর থেকেই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে তার খেলা নিয়ে অনিশ্চিয়তা তৈরী হয়।


প্রথমে শোনা যাচ্ছিল যে অলরাউন্ডার গ্রিনকে হয়তো পাওয়া যাবে না। সেক্ষেত্রে শুধুমাত্র ব্যাটার হিসেবেই খেলতে নামার কথা ছিল তার। কিন্তু এবার শোনা যাচ্ছে অপারেশন অনেকটাই নিশ্চিত গ্রিনের।


এর আগে পিঠের স্ট্রেস ফ্র্যাকচারের শিকার হয়েছিলেন গ্রিন। যার ফলে ২০১৯ সালে ঘরোয়া ক্রিকেটে আবারও পারফর্ম করে পরবর্তীতে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলতে হয়ে। এবার কতদিনের জন্য তিনি মাঠের বাইরে সেটা এখনও জানা যায়নি।


গ্রিন যদি ভারতের বিপক্ষে আসন্ন এই সিরিজে না খেলেন সেক্ষেত্রে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের পরিকল্পনায় খানিকটা ব্যঘাত ঘটবে। অস্ট্রেলিয়ার টপ অর্ডারে গুরুত্বপূর্ণ সদস্য গ্রিন। ভারত সিরিজে তাকে না পাওয়া গেলে মিডল অর্ডারের ঘাটতি পূরণে স্টিভ স্মিথকে আবারও চারে ফিরিয়ে আনা হতে পারে।


সেই সঙ্গে উসমান খাওয়াজার সঙ্গী হিসেবে বিশেষজ্ঞ কোন ওপেনারকে একাদশে নিতে হতে পারে অজিদের। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছিলেন, চোটের সমস্যা না থাকলে অস্ট্রেলিয়ার শীর্ষ ছয় ব্যাটার চূড়ান্ত। তবে স্মিথ চারে নাকি ওপেনিংয়ে ব্যাটিং করবেন সেটা খোলাসা করেননি তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball